
ঢাকা-১৮ সংসদীয় আসনের বাসিন্দাদের অভিযোগ, সমস্যা ও মতামত সরাসরি জানানোর সুযোগ তৈরি করতে “কথা বলেন” নামে একটি অনলাইন পোর্টাল চালু করা হয়েছে। এ উদ্যোগের মাধ্যমে এলাকার যে কোনো নাগরিক নিজের নাম, এলাকা ও সমস্যার কথা অনলাইনে সহজেই জানাতে পারবেন।
১০ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী আরিফুল ইসলাম এ সংক্রান্ত একটি প্রচারণামূলক পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন। পোস্টে তিনি বলেন, অনেক নাগরিক বিভিন্ন কারণে সরাসরি কথা বলতে বা অভিযোগ জানাতে পারেন না। সেই সীমাবদ্ধতা দূর করতেই এই অনলাইন প্ল্যাটফর্ম চালু করা হয়েছে।
পোর্টালটির মাধ্যমে প্রাপ্ত মতামত ও অভিযোগ ভবিষ্যৎ পরিকল্পনা ও কর্মকাণ্ডে দিকনির্দেশনা হিসেবে কাজ করবে বলে উল্লেখ করেন তিনি। পোস্টে আরও বলা হয়, নাগরিকদের দেওয়া তথ্য জনপ্রতিনিধির কাছে তাদের প্রত্যাশা ও চাহিদা তুলে ধরতে সহায়ক হবে।
আগ্রহী নাগরিকরা নির্দিষ্ট ওয়েবসাইটে ভিজিট করে অথবা কিউআর কোড স্ক্যানের মাধ্যমে পোর্টালটিতে প্রবেশ করে নিজেদের মতামত জানাতে পারবেন। বর্তমানে ঢাকা-১৮ আসনে বিভিন্ন প্রার্থীর নির্বাচনী প্রচারণার পাশাপাশি নাগরিক সম্পৃক্ততামূলক উদ্যোগও লক্ষ্য করা যাচ্ছে।
সম্পাদক : মোহাম্মদ জিয়াউল হক, প্রকাশক : আব্দুল্লাহ আল মাহমুদ
Contact : +8801822288799 (WhatsApp), E-mail : muktomonnews@gmail.com, Office : 56, A.H Tower (4th Floor), Sector-3, Road-2, Azampur, Uttara, Dhaka-1230.
© All rights reserved by Weekly MUKTOMON - 2024-25