
ঘরে ও বাইরে নারীদের সর্বোচ্চ সুরক্ষা ও মর্যাদা নিশ্চিত করার অঙ্গীকার তুলে ধরেছেন ঢাকা-১৮ আসনে জামায়াত–এনসিপিসহ ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম। তার নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে প্রকাশিত অঙ্গীকারপত্রে নারী নিরাপত্তা, কর্মপরিবেশ ও গণপরিবহনে সুরক্ষা জোরদারের বিভিন্ন পরিকল্পনা তুলে ধরা হয়েছে।
ঘোষিত অঙ্গীকার অনুযায়ী, নারীদের জন্য বিশেষ বাস সার্ভিস চালু এবং স্বাস্থ্যসম্মত পাবলিক টয়লেট নির্মাণের উদ্যোগ নেওয়ার কথা বলা হয়েছে। পাশাপাশি গণপরিবহনে সিসিটিভি স্থাপন এবং কর্মক্ষেত্রে নারীদের আইনি সুরক্ষা নিশ্চিত করার বিষয়টিও গুরুত্বের সঙ্গে উল্লেখ করা হয়।
এছাড়া গার্মেন্টস খাতে কর্মরত নারী শ্রমিকদের জন্য নিরাপদ কর্মপরিবেশ তৈরি এবং ন্যায্য বেতন কাঠামো বাস্তবায়নের প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে।
প্রার্থীর পক্ষ থেকে বলা হয়েছে, নির্বাচিত হলে এসব প্রতিশ্রুতি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও অংশীজনদের সঙ্গে সমন্বয় করে কাজ করা হবে। নারী নিরাপত্তা ও মর্যাদা রক্ষাকে অগ্রাধিকার দিয়ে এলাকাভিত্তিক পরিকল্পনা গ্রহণ করা হবে বলেও জানানো হয়।
নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে এই অঙ্গীকারগুলো ভোটারদের মধ্যে ব্যাপকভাবে প্রচার করা হচ্ছে।
সম্পাদক : মোহাম্মদ জিয়াউল হক, প্রকাশক : আব্দুল্লাহ আল মাহমুদ
Contact : +8801822288799 (WhatsApp), E-mail : muktomonnews@gmail.com, Office : 56, A.H Tower (4th Floor), Sector-3, Road-2, Azampur, Uttara, Dhaka-1230.
© All rights reserved by Weekly MUKTOMON - 2024-25