
ঢাকা–৪ আসনের কদমতলী থানার ৫২ নম্বর ওয়ার্ডে নির্বাচনী প্রচারণা চলাকালে এক নারী রাজনৈতিক কর্মীর ওপর নৃশংস সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
প্রাপ্ত তথ্যে জানা গেছে, মহিলা জামায়াতে ইসলামী’র দায়িত্বশীলা ও স্থানীয় বাসিন্দা কাজি মারিয়া ইসলাম নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার সময় পূর্বপরিকল্পিতভাবে দুর্বৃত্তরা তার ওপর অতর্কিত হামলা চালায়। পেছন দিক থেকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। হামলায় তার মাথায় গভীর ক্ষত সৃষ্টি হয় এবং চিকিৎসকদের মতে সেখানে চারটি সেলাই দিতে হয়েছে।
আহত কাজি মারিয়া ইসলামকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি গুরুতর অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন এবং চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন।
এই হামলাকে কাপুরুষোচিত ও বর্বর আখ্যা দিয়ে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক মহল তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। তাদের মতে, এ ধরনের সহিংসতার উদ্দেশ্য হলো নির্বাচনী পরিবেশকে ভীতিকর করে তোলা, নারীদের রাজনৈতিক অংশগ্রহণে বাধা সৃষ্টি করা এবং মতপ্রকাশের স্বাধীনতা দমন করা।
ঘটনার পর হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়। স্থানীয়রা অবিলম্বে দোষীদের চিহ্নিত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
বক্তারা বলেন, গণতন্ত্র, ভোটাধিকার এবং নিরাপদ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব। সন্ত্রাস ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ করা যাবে না। একই সঙ্গে তারা আহত কাজি মারিয়া ইসলাম-এর দ্রুত সুস্থতা কামনা করেন এবং নির্বাচনী সহিংসতা বন্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ দাবি করেন।
সম্পাদক : মোহাম্মদ জিয়াউল হক, প্রকাশক : আব্দুল্লাহ আল মাহমুদ
Contact : +8801822288799 (WhatsApp), E-mail : muktomonnews@gmail.com, Office : 56, A.H Tower (4th Floor), Sector-3, Road-2, Azampur, Uttara, Dhaka-1230.
© All rights reserved by Weekly MUKTOMON - 2024-25