ফেনী প্রতিনিধি : যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব বাতিলের পর আব্দুল আউয়াল মিন্টুর মনোনয়নপত্র মঞ্জুর হওয়ায় স্থানীয় নির্বাচনী রাজনীতিতে নতুন গতি সৃষ্টি হয়েছে। জেলা রিটার্নিং অফিসার যাচাই-বাছাই শেষে তার মনোনয়নপত্র অনুমোদন করেন।
মনোনয়ন দাখিলের পর থেকেই নাগরিকত্ব নিয়ে নানা আলোচনা ও রাজনৈতিক বিতর্ক চলছিল। তবে সব জল্পনার অবসান ঘটিয়ে প্রশাসনের এই সিদ্ধান্তে সমর্থকরা সন্তোষ প্রকাশ করেছেন। তারা বলছেন, আইনগতভাবে যোগ্য প্রার্থী হিসেবে মিন্টুর নির্বাচনে অংশগ্রহণ নিশ্চিত হওয়ায় ভোটারদের সামনে বিকল্প বাড়ল।
অন্যদিকে প্রতিদ্বন্দ্বী শিবির বিষয়টি পর্যবেক্ষণ করছে বলে জানা গেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্ত নির্বাচনী সমীকরণে প্রভাব ফেলতে পারে এবং আসন্ন নির্বাচনে প্রতিযোগিতা আরও তীব্র হবে।
সম্পাদক : মোহাম্মদ জিয়াউল হক, প্রকাশক : আব্দুল্লাহ আল মাহমুদ
Contact : +8801822288799 (WhatsApp), E-mail : muktomonnews@gmail.com, Office : 56, A.H Tower (4th Floor), Sector-3, Road-2, Azampur, Uttara, Dhaka-1230.
© All rights reserved by Weekly MUKTOMON - 2024-25