
ঢাকা–১৮ আসনে দাঁড়িপাল্লাই শাপলা কলি উল্লেখ করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে শাপলা কলি প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াত নেতারা।
বুধবার ১২ ফেব্রুয়ারি ১০ দল মনোনীত ঢাকা–১৮ আসনের সংসদ সদস্য প্রার্থী আরিফুল ইসলাম আদিবকে শাপলা কলি প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানানো হয়। শাপলা কলি সমর্থনে ৫১ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর আয়োজনে এক মিছিল ও গণসংযোগ কর্মসূচিতে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন উত্তরা পশ্চিম থানা জামায়াতের আমীর মাজহারুল ইসলাম।
তিনি বলেন, “ঢাকা–১৮ আসনে দাঁড়িপাল্লাই হচ্ছে শাপলা কলি। ইনসাফ ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য শাপলা কলি প্রতীকে ভোট দিন।”
জামায়াতের এই গণসংযোগ ও মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা–১৮ আসনের ১০ দল মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জননেতা আরিফুল ইসলাম আদিব।
এ সময় আরও উপস্থিত ছিলেন তুরাগ মধ্য থানা জামায়াতের আমীর গাজী মনির হোসাইন, নায়েবে আমীর কামরুল হাসান, উত্তরা পশ্চিম থানা সেক্রেটারি ফিরোজ আলম, তুরাগ মধ্য থানা সেক্রেটারি মুহিবুল্লাহ বাচ্চুসহ জামায়াত ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
গণসংযোগে বক্তব্য রাখেন আরিফুল ইসলাম আদিব। তিনি বলেন, “ইনসাফ প্রতিষ্ঠার লক্ষ্যে ঢাকা–১৮ আসনে শাপলা কলি প্রতীকে এবং গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিন।”
কর্মসূচি চলাকালে স্থানীয় এলাকাবাসীর মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়। মিছিল ও গণসংযোগে জামায়াতের নেতাকর্মীরা শাপলা কলির পক্ষে বিভিন্ন স্লোগান দেন।
সম্পাদক : মোহাম্মদ জিয়াউল হক, প্রকাশক : আব্দুল্লাহ আল মাহমুদ
Contact : +8801822288799 (WhatsApp), E-mail : muktomonnews@gmail.com, Office : 56, A.H Tower (4th Floor), Sector-3, Road-2, Azampur, Uttara, Dhaka-1230.
© All rights reserved by Weekly MUKTOMON - 2024-25