
মুক্তমন রিপোর্ট : উত্তরখানের শাহ্ কবির মাজার জিয়ারতের মধ্য দিয়ে ঢাকা-১৮ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সংসদ সদস্য প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন আগামীকাল বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে তাঁর নির্বাচনী প্রচারণা শুরু করতে যাচ্ছেন।
বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৫, সকাল ১০টায় তিনি উত্তরখান এলাকার শাহ কবির (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে প্রচারণার সূচনা করবেন। এ সময় তিনি দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেবেন।
এস এম জাহাঙ্গীরের মিডিয়া উইংয়ের প্রধান মনিরুল ইসলাম সোহাগ মুক্তমনকে জানান, এদিন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে অনুসরণ করে এই অঞ্চলের অন্যতম পীর শাহ্ কবির (রহ:) এর মাজারে জিয়ারত করার মধ্য দিয়ে তিনি আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করতে যাচ্ছেন।
এছাড়া একই দিন বিকেল ৩টায় তিনি দক্ষিণখান এলাকার আটিপাড়া মোড়ে অনুষ্ঠিতব্য নির্বাচনী গণসংযোগ কর্মসূচিতে অংশ নেবেন এস এম জাহাঙ্গীর হোসেন। সেখানে সাধারণ জনগণের সঙ্গে মতবিনিময় ও নির্বাচনী বার্তা তুলে ধরবেন বিএনপি মনোনীত এই প্রার্থ।
এদিকে আনুষ্ঠানিকভাবে এই প্রচারণা কার্যক্রম শুরুর বিষয়টি নিয়ে নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা গেছে। আগামীকাল (বৃহস্পতিবার) এর কার্যক্রমে বিএনপি নিজেদের অবস্থানও শক্তিমত্তা প্রকাশ করবে বলেও মনে করছেন বিশ্লেষকরা।
দলীয় সূত্র জানায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-১৮ আসনে ব্যাপক গণসংযোগ ও সাংগঠনিক কার্যক্রম চালানোর পরিকল্পনা রয়েছে এস এম জাহাঙ্গীর হোসেনের। তার নির্বাচনী কার্যক্রম যথাযথভাবে প্রচারের জন্য প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার প্রতিনিধিদের উপস্থিতি কামনা করা হয়েছে।
সম্পাদক : মোহাম্মদ জিয়াউল হক, প্রকাশক : আব্দুল্লাহ আল মাহমুদ
Contact : +8801822288799 (WhatsApp), E-mail : muktomonnews@gmail.com, Office : 56, A.H Tower (4th Floor), Sector-3, Road-2, Azampur, Uttara, Dhaka-1230.
© All rights reserved by Weekly MUKTOMON - 2024-25