
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-১৮ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেন ভোটারদের ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও ভোটাধিকার রক্ষার স্বার্থে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে হবে।
বৃহস্পতিবার সকালে রাজধানীর খিলক্ষেত থানার ৪৩ নম্বর ওয়ার্ডের ডুমনী পাতিরা এলাকায় নির্বাচনী প্রচারণার ৮ম দিনে গণসংযোগ শুরুর আগে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, দেশের গণতান্ত্রিক অধিকার ও ভোটের পরিবেশ টেকসই করতে আগামী ১২ ফেব্রুয়ারি ভোটকেন্দ্রে উপস্থিত হওয়ার জন্য তিনি ভোটারদের প্রতি আহ্বান জানান। তিনি অতীতের কয়েকটি জাতীয় নির্বাচনের সমালোচনা করে বলেন, সেসব নির্বাচনে জনগণ সুষ্ঠুভাবে ভোট দেওয়ার সুযোগ পায়নি বলে তাদের অভিযোগ রয়েছে।
তিনি আরও বলেন, দীর্ঘ সময় ধরে বিএনপি আন্দোলন-সংগ্রাম করে আসছে ভোটাধিকার প্রতিষ্ঠার দাবিতে। বর্তমানে একটি মহল দেশে অস্থিরতা সৃষ্টির ষড়যন্ত্র করছে বলেও তিনি অভিযোগ করেন এবং এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।
খিলক্ষেত থানা বিএনপির আহ্বায়ক ফজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক আখতার হোসেন, স্বেচ্ছাসেবক দল উত্তরের সহ-সভাপতি মোস্তফা কামাল হৃদয়, বিএনপি নেতা সোহরাব খান স্বপন, জহির উদ্দিন বাবু, আসাদুজ্জামান জিসান, তুষার আহমেদ, ইসমাইল হোসেন, রফিকুল ইসলাম, শাহ আলম, মেসবাহ উদ্দিন খোকনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সম্পাদক : মোহাম্মদ জিয়াউল হক, প্রকাশক : আব্দুল্লাহ আল মাহমুদ
Contact : +8801822288799 (WhatsApp), E-mail : muktomonnews@gmail.com, Office : 56, A.H Tower (4th Floor), Sector-3, Road-2, Azampur, Uttara, Dhaka-1230.
© All rights reserved by Weekly MUKTOMON - 2024-25