
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের মধ্যে বাংলাদেশের মানুষ ইরানের ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ খোমেনি এবং আধুনিক মালয়েশিয়ার রূপকার মাহাথির মোহাম্মদের নেতৃত্বের প্রতিচ্ছবি দেখছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান।
শনিবার (২৪ জানুয়ারি) রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে জামায়াত-নেতৃত্বাধীন ১০ দলীয় ঐক্যে যুক্ত হওয়ার ঘোষণা দিয়ে তিনি এসব কথা বলেন।
ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেন, “আমরা চাই ইনসাফের বাংলাদেশ। ডা. শফিকুর রহমানের বক্তব্য, আচরণ ও কার্যক্রম গোটা জাতিকে উজ্জীবিত করেছে। আজ দেশের মানুষ তার নেতৃত্বে একজন ইমাম খোমেনি ও মাহাথির মোহাম্মদের প্রত্যাশা করছে।” তিনি আরও বলেন, “আমাদের মাঝেই একজন মানবিক ও ন্যায়ভিত্তিক নেতৃত্বের প্রতীক হিসেবে আবির্ভূত হয়েছেন ডা. শফিকুর রহমান।”
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মাওলানা এটিএম মাসুম, সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরসহ জামায়াতে ইসলামী ও লেবার পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এ সময় লেবার পার্টির ভাইস চেয়ারম্যান এস এম ইউসুফ আলী, অ্যাডভোকেট জোহরা খাতুন জুঁই, মাহবুবুর রহমান খালেদ এবং ভারপ্রাপ্ত মহাসচিব খন্দকার মিরাজুল ইসলামও উপস্থিত ছিলেন।
লেবার পার্টির চেয়ারম্যান বলেন, “আজ থেকে ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামে আমরা জামায়াতে ইসলামীর নেতৃত্বে একজন কর্মী হিসেবে যুক্ত হলাম। এটি কোনো ক্ষমতার লড়াই নয়, বরং অর্থবহ পরিবর্তনের সংগ্রাম।”
তিনি দাবি করেন, দীর্ঘ ১৭ বছর ধরে দেশে দুঃশাসন, আধিপত্যবাদ ও ফ্যাসিবাদ চলমান রয়েছে। শুধু ক্ষমতার পরিবর্তন নয়, বরং জনগণের আকাঙ্ক্ষা, মহান মুক্তিযুদ্ধের চেতনা এবং জুলাইয়ের আন্দোলনের অঙ্গীকার বাস্তবায়নের জন্য একটি মৌলিক পরিবর্তন প্রয়োজন।
ডা. ইরান আরও বলেন, বাংলাদেশ লেবার পার্টি অতীতেও প্রায় দুই দশক ধরে জামায়াতের সঙ্গে যুগপৎ আন্দোলনে ছিল এবং নীতি-নৈতিকতার প্রশ্নে তারা আপসহীন। কোনো আসন বা সুবিধার প্রত্যাশা ছাড়াই এই জোটে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।
বিএনপির সমালোচনা করে তিনি বলেন, “যাদের সঙ্গে আমরা দীর্ঘদিন আন্দোলন করেছি, তাদের আচরণে এখন ফ্যাসিবাদের লক্ষণ দেখা যাচ্ছে, যা অত্যন্ত উদ্বেগজনক।”
সম্পাদক : মোহাম্মদ জিয়াউল হক, প্রকাশক : আব্দুল্লাহ আল মাহমুদ
Contact : +8801822288799 (WhatsApp), E-mail : muktomonnews@gmail.com, Office : 56, A.H Tower (4th Floor), Sector-3, Road-2, Azampur, Uttara, Dhaka-1230.
© All rights reserved by Weekly MUKTOMON - 2024-25