জাতীয়

গণমাধ্যমে ঈদের ছুটি ৫ দিন ঘোষণা করে গেজেট প্রকাশের দাবি

তথ্য উপদেষ্টাকে স্মারকলিপি

মুক্তমন ডেস্ক : আসন্ন পবিত্র ঈদ উল আযহায় গণমাধ্যমের সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের জন্য কমপক্ষে ৫ দিনের ছুটি ঘোষণা করে গেজেট প্রকাশের দাবিতে তথ্য উপদেষ্টা মো: মাহফুজ আলমকে স্মারকলিপি দিয়েছে জার্নালিস্ট কমিউনিটি অব বাংলাদেশ।

রোববার (২৫ মে ২০২৫ইং) সংগঠনের পক্ষ থেকে সদস্য সচিব মো: মিয়া হোসেন স্বাক্ষরিত এ স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপিতে বলা হয়, এবছর পবিত্র ঈদ উল আযহায় সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য ১০ দিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এবারের ঈদ উল আযহায় গণমাধ্যমের সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের জন্য কমপক্ষে ৫ দিনের ছুটি ঘোষণা করা একান্ত আবশ্যক হয়ে পড়েছে। অন্যথায় সাংবাদিক কমিউনিটিতে চরম ক্ষোভ ও অসন্তোষ ছড়িয়ে পড়বে। এমতাবস্থায় সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের মৌলিক অধিকার হিসেবে ছুটি ভোগের বিষয়ে বৈষম্যদূর করে আসন্ন ঈদুল আযহায় কমপক্ষে ৫ দিনের ছুটিসহ সকল সরকারি ছুটির দিনে গণমাধ্যমে ছুটি ঘোষণা করে গেজেট প্রকাশ করার দাবি জানানো হয়।

স্মারকলিপিতে আরো বলা হয়, স্বাধীনতার পর থেকেই গণমাধ্যমে সাংবাদিকরা নানা ধরনের বৈষম্যের শিকার হয়ে আসছে। সাংবাদিকগণ দুই ঈদে ছুটি পেলেও দূর্গাপূজা, বড় দিন ও বৌদ্ধপূর্ণিমায় কোন ছুটি দেয়া হয় না। এমন কী অন্যান্য গুরুত্বপূর্ণ সরকারি ছুটির দিনেও ছুটি পাওয়া যায় না। সেই সাথে ছুটির দিনে কাজ করানোর পরও বিশেষ মজুরিও প্রদান করা হয় না। জাতির বিবেক হিসেবে খ্যাত সাংবাদিকদের মৌলিক অধিকার হিসেবে ছুটির ক্ষেত্রে বৈষম্য দূর হওয়া একান্ত আবশ্যক। সাংবাদিকদের ছুটির বিষয়ে সরকারি কোন সিদ্ধান্ত না থাকায় গণমাধ্যম মালিকদের বিভিন্ন সংগঠন তাদের ইচ্ছে মাফিক ছুটি প্রদান করেন এবং ছুটির দিনে বিশেষ ব্যবস্থার নামে কাজ করিয়ে যথাযথ পারিশ্রমিকও প্রদান করেন না।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, গণমাধ্যমে সাংবাদিকগণ সরকারি ছুটির দিনে মাত্র কয়েকদিন ছুটি ভোগ করে থাকেন। তার মধ্যে দুই ঈদে ৬ থেকে ৭দিন, ১লা বৈশাখ, ১লা মে, ১২ রবিউল আউয়াল, ১০ মহররম (আশুরা) ও শবে বরাতের দিন। এ ছাড়া সংবাদপত্রে বিশেষ ব্যবস্থায় ২১শে ফেব্রুয়ারি, ২৬ মার্চ ও ১৬ ডিসেম্বর এই তিন দিন ছুটি বাবদ নগদ মজুরি প্রদান করা হয়। এর বাইরে সরকারি অন্যান্য ছুটির দিনে সাংবাদিকদের কোন প্রকার ছুটি প্রদান করা হয় না এবং ছুটির দিনে কাজ করার কোন পারিশ্রমিকও দেয়া হয় না। এসব ছুটির বিষয়ে মাত্র ২৬টি সংবাদপত্রের মালিকদের একটি সংগঠন সিদ্ধান্ত প্রদান করে। যা গোটা গণমাধ্যম সেক্টরে পালিত হয়ে আসছে। এ সংগঠনের সিদ্ধান্তে পবিত্র ঈদ উল ফিতরে ২০২০ইং সালে ৫দিন ও গত বছর ২০২৪ইং সালে ঈদ উল ফিতরে ৫দিন ও চলতি বছর ঈদ উল ফিতরে ৩দিন ছুটি পালিত হয়েছে। আর ইলেক্ট্রনিক ও অনলাইন গণমাধ্যমে ছুটি পালনের কোন সিদ্ধান্ত কেউ দেয় না। এমতাবস্থায় সকল গণমাধ্যমে সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের ছুটি ভোগের বিষয়ে বৈষম্য দূর করার লক্ষ্যে পবিত্র ঈদ উল আযহায় কমপক্ষে ৫ দিনের ছুটিসহ সরকারি ছুটির দিনগুলোতে গণমাধ্যমেও ছুটি ঘোষনার সরকারি সিদ্ধান্ত গেজেট আকারে জারি করার জন্য অনুরোধ জানানো হয়। সেই সাথে ছুটির দিনে কোন গণমাধ্যমে বিশেষ ব্যবস্থায় কাজ করানো হলে দ্বিগুণ মজুরি নগদে প্রদান করার নির্দেশনাও চাওয়া হয়েছে স্মারকলিপিতে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button