এবার অদ্ভুত এক বর্ষাকাল দেখছে বাংলাদেশ

মুক্তমন ডেস্ক : বর্ষাকালে সারা বাংলাদেশে কমবেশি ভারী বৃষ্টি হলেও তুলনামূলক সবচেয়ে বেশি বৃষ্টি লক্ষ করা যায় সিলেট বিভাগে।
অন্যদিকে তুলনামূলক কম বৃষ্টি হতে দেখা যায় খুলনা বিভাগে।এবার তার পুরোটাই উল্টো।বৃষ্টিবহুল সিলেটে বৃষ্টির দেখা নেই,কিন্তু খরাপ্রবন খুলনা বিভাবে বর্ষার শুরু থেকেই নিয়মিত ভারী বৃষ্টি হচ্ছে।
এবছর বর্ষার শুরু থেকেই বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঘনঘন সিস্টেম তৈরি হওয়ার কারনে মৌসুমি বায়ু এবং মৌসুমি অক্ষরেখা বাংলাদেশের উত্তর এবং মধ্যাঞ্চলে সক্রিয় হতে পারতেছেনা।যারফলে রংপুর সিলেট এবং ঢাকা বিভাগের কিছুকিছু স্থানে বৃষ্টি অনেক কম হয়েছে।
অন্যদিকে খুলনা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের অধিকাংশ স্থানে নিয়মিত ভারী বৃষ্টি হচ্ছে। পাশাপাশি বর্ষার শুরু থেকেই ঘনঘন সিস্টেম এবং প্রবল সক্রিয় মৌসুমি বায়ু ও গভীর সঞ্চালনশীল মেঘমালার কারনে সাগর বেশ উত্তাল রয়েছে লম্বা সময় ধরে।
এতে জেলেরা সাগরে মাছ ধরতে যেতে পারতেছেনা।ফলে তারা আর্থিকভাবে বেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে।এই পরিস্থিতি খুব শীঘ্রই উন্নতি হওয়ার কোনো আশংকা নেই।তবে দেশে বৃষ্টি নিয়ে সুখবর আছে।
খুব শীঘ্রই দেশের মধ্যাঞ্চল উত্তরাঞ্চলে বৃষ্টির সম্ভাবনা আছে। পাশাপাশি দেশজুড়ে বৃষ্টিপাতের পরিমাণ ও কিছুটা বাড়তে পারে।