জাতীয়

মুগদা থানা এলাকায় অবৈধ ফুটপাতের দোকান উচ্ছেদ

মুক্তমন রিপোর্ট : রাজধানীর মুগদা থানা এলাকার মদিনাবাগ ও মান্ডা এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে রাস্তার দুই পাশে ফুটপাত দখল করে দোকান বসিয়ে ব্যবসা করে আসছিল। এতে পথচারীদের চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছিল এবং রাস্তায় যানজট লেগেই থাকতো, সাধারণ জনগণের চরম ভোগান্তিতে পড়তে হতো।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তার দুই পাশে অবৈধভাবে দোকান বসিয়ে ব্যবসা করে যাচ্ছে হকারেরা। পথচারীদের ফুটপাত ছেড়ে রাস্তা দিয়ে হাঁটাচলা করে বিভিন্ন সময় ছোটখাটো এক্সিডেন্ট লেগেই থাকতো যার প্রতি ফলে রাস্তায় যানজট লেগে থাকত।

সাধারণ জনগণের অভিযোগের ভিত্তিতে ৭ মে ২০২৫, সকাল১১ টা থেকে দুপুর ২টায় পর্যন্ত অভিযান পরিচালনা করেন স্পেশাল মেট্রোপলিটন মাতিঝিল বিভাগ সংক্ষিপ্ত বিচার আদালত ম্যাজিস্ট্রেট মহিদুর রহমান।

এ সময় আরো উপস্থিত ছিলেন মুগদা থানার অফিসার ইনচার্জ মোঃ সাজেদুর রহমান। অভিযানে অবৈধভাবে রাস্তা ফুটপাত দখলকারী ১৪ জন দোকানদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয় এবং তাদের সবার কাছ থেকে ২০০০ টাকা জরিমানা আদায় করা হয়।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে সাধারণ মানুষের চলাচল নির্বিঘ্ন করতে এবং যানজট কমাতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button