দুর্ধর্ষ ছিনতাইকারি ইয়াসিন তিন সহযোগীসহ গ্রেফতার
ঢাকা রেলওয়ে পুলিশের ছিনতাই বিরোধী বিশেষ অভিযান

মুক্তমন ডেস্ক : গত ০৩/৫/২৫ তারিখ বিকাল অনুমান ০৫ ঘটিকায় বিমানবন্দর স্টেশন থেকে কমলাপুর স্টেশনে আসার পথে এগারো সিন্দুর গোধূলি ট্রেনের কয়েকজন যাত্রীর নিকট থেকে ছিনতাইকারিরা ভয়-ভীতি দেখিয়ে জোরপূর্বক মোবাইল ও টাকা ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটে।
সংবাদ প্রাপ্তির সাথে সাথে ঢাকা রেলওয়ে পুলিশের একটি বিশেষ টিম বিশেষ অভিযান পরিচালনা করিয়া ঘটনায় জড়িত ছিনতাইকারী ইয়াছিন (৩৪) কে গভীর রাতে গ্রেফতার করে।
এরপর তার দেয়া তথ্যের ভিত্তিতে অপর সহযোগী ছিনতাইকারী মোহাম্মদ হৃদয়(২০), মো: হৃদয়(২৫) ও মো: ফাহিমকে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামীদের নিকট থেকে দু’টি লুন্ঠিত মোবাইল ফোন ও ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি ছুরি উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে আসামিরা ঘটনায় জড়িত মর্মে স্বীকারোক্তি দিয়েছে বলে পুলিশ দাবি করেছে। আসামীদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদকসহ একাধিক মামলা আছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।