জাতীয়

ঢাকার সিগন্যালে যুক্ত হচ্ছে এআই, অযথা হর্ন বাজালেই শাস্তি

মুক্তমন রিপোর্ট : শব্দদূষণ রোধে জনসচেতনতার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ডিএনসিসির (ঢাকা উত্তর সিটি কর্পোরেশন) প্রশাসক মোহাম্মদ এজাজ। এছাড়াও অযথা হর্ন বাজালে চালকদের শাস্তির আওতায় আনতে গুরুত্বপূর্ণ সিগন্যালগুলোতে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) বসানো হবে বলেও জানান তিনি।

বুধবার (৭ মে) রাজধানী ঢাকার গুলশান ২ নম্বর সিগন্যালে শব্দদূষণ রোধে জনসচেতনতা বৃদ্ধিতে ঘোষিত নীরব এলাকায় হর্ন বাজাতে নিরুৎসাহিতকরণ কর্মসূচির উদ্বোধনকালে ডিএনসিসি প্রশাসক এসব কথা বলেন।

তিনি এসময় বলেন, “জনসচেতনতার পাশাপাশি আইনশৃঙ্খলার সঠিক প্রয়োগের মাধ্যমে শহরের শব্দদূষণ প্রতিরোধে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”

উত্তরখান-দক্ষিণখানের ৩টি রেলক্রসিংয়ে উড়ালসড়ক বানানোর ঘোষণা ডিএনসিসিরউত্তরখান-দক্ষিণখানের ৩টি রেলক্রসিংয়ে উড়ালসড়ক বানানোর ঘোষণা ডিএনসিসির
ঢাকা উত্তরের গুরুত্বপূর্ণ করিডোরের সিগন্যালগুলোতে কৃত্তিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সহায়তা অযথা হর্ন বাজানো গাড়ির চালককে শনাক্ত করা হবে এবং প্রচলিত আইন অনুসারে শাস্তির আওতায় আনা হবে বলেও জানিয়েছেন ডিএনসিসি প্রশাসক।

তিনি বলেন, “বিভিন্ন সামাজিক ও সাস্কৃতিক অনুষ্ঠানে মাইক ব্যবহারে সৃষ্ট শব্দদূষণ কমানোর জন্য সময়সীমা ও নির্দিষ্ট পরিধির সীমাবদ্ধ রাখতে হবে। বৃদ্ধ, অসুস্থ সর্বোপরি সব মানুষের জন্য শব্দ দূষণ অত্যন্ত ক্ষতিকর। শব্দ দূষণ কমানোর জন্য যত্রতত্র অপ্রয়োজনীয় মাইক ব্যবহার বন্ধে পদক্ষেপ গ্রহণ করার জন্য ডিএনসিসির আঞ্চলিক কার্যালয়গুলোকে নির্দশনা দেওয়া হয়েছে।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button