উত্তরায় অপহরণকারী চক্রের ১ নারী গ্রেফতার

মুক্তমন ডেস্ক : রাজধানীর উত্তরার হাউজ বিল্ডিং এলাকা থেকে আবু হাসান নামক এক গণমাধ্যম কর্মীকে ফোন করে ডেকে এনে অপহরণ করার ঘটনায় ঔ নারীকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ।
পুলিশ জানায়, গতকাল বৃহস্পতিবার (০৮ ই মে) দুপুরে টঙ্গী থেকে ঐ নারীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার কৃত নারী নাম রেবেয়া আক্তার রিতা(৩১)। সে গাজীপুর জেলার টঙ্গী পূর্ব থানার গোপালপুর এলাকার মোঃ রতন মিয়ার মেয়ে।
মামলা ও পুলিশ সুত্রে জানা যায় গত ২৭ শে এপ্রিল ২০২৫ ইং তারিখ রাত আনুমানিক ০৮.৩০ মিনিটের সময় একটি মেয়ে ভুক্তভোগী আবু হাসানকে ফোন করে ধর্ষণের কথা বলে সহযোগিতা চায়। মেয়েটি তাকে হাউজ বিল্ডিং নর্থ টাওয়ারের কাছে যেতে বললেও পরে পার্শ্ববর্তী অন্য জায়গায় নিয়ে যায়। আবু হাসান সেখানে যাওয়ার পর মেয়েটি সেখান থেকে ও চলে যায়, এ সময় একটি হাইচ মাইক্রোবাসে করে আসা ৭-৮ জন লোক তাকে জোর করে গাড়িতে তোলে।
পরে সে গাড়ির গ্লাস ভেঙ্গে বাইরে লাফ দিয়ে পড়ে পালিয়ে যাওয়ার সময় জোরে চিৎকার দিলে তার চিৎকার শুনে পুলিশ ও আশপাশের জনগণ এগিয়ে এসে তাকে উদ্ধার করে। এসময় গাড়ীর ড্রাইভার জামিরুল ইসলাম ও ফয়সালকে আটক করে পুলিশ। সে সাথে মাইক্রোবাসটিও জব্দ করা হয়।
গত ২৮ শে এপ্রিল অপহরণ কারীদের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়। মামলা নং-৭২, ধারা-১৪৩,৩২৩,৩৬৫,৩৭৯ ও ৩৪ পেনাল কোড ১৮৬০।
এই মামলায় এ পর্যন্ত ১ জন নারী সহ ৩ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার চৌকস পুলিশ অফিসার এস আই মোঃ আরিফুল ইসলাম আরিফ বলেন,উত্তরা পশ্চিম থানার সুদক্ষ অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমান পিপিএম (সেবা)এর সার্বিক তত্বাবধান, তথ্য প্রযুক্তি ও সোর্স নিয়োগ করে গোপন সংবাদের ভিত্তিতে রেবেয়া আক্তার রিতাকে টঙ্গী থেকে গ্রেফতার করা হয়েছে। জানা যায়, ঐ নারী অপহরণ মামলার এজাহার নামীয় আসামী, গ্রেফতারের পর ঐ নারীকে জিজ্ঞাসাবাদ চলছে।
তিনি আরো বলেন, তাকে গ্রেফতার ও জিজ্ঞাসাবাদে অপহরণ চক্রের সাথে জড়িত অনেক তথ্য তাদের হাতে এসেছে, বাকি পলাতক আসামিদের গ্রেফতার করতে বিভিন্ন জায়গায় অভিযান চলমান রয়েছে।