আ’লীগ নিষিদ্ধের দাবিতে উত্তরায় মহাসড়ক অবরোধ

মুক্তমন রিপোর্ট : জুলাই হত্যাকান্ডের সঙ্গে জড়িত দল আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে উত্তরায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষুব্ধ জনতা। জুলাই রেভুলেশনারি আ্যালায়েন্স এর ডাকে এই অবরোধ কর্মসূচী পালন করা হয়। জুলাই আন্দোলন কেন্দ্রীক বেশ কয়েকটি সংগঠন এতে সক্রিয় অংশ নেয়।
আজ শুক্রবার (৯ মে) বিকেল ৫টা ৫০ মিনিটের দিকে মহাসড়ক অবরোধ করা হয়। এতে উত্তরার আজমপুর থেকে বিএনএস সেন্টার পর্যন্ত সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।
আন্দোলনকারীরা বলছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নির্বিচারে ছাত্র–জনতার ওপর গুলি করে হত্যা করা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত লাগাতার কর্মসূচি পালন করা হবে।
দায়িত্ব নেয়ার বহুদিন পেরিয়ে গেলেও গণহত্যার অভিযোগে অভিযুক্ত দল আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যপারে অন্তর্বর্তী সরকারের দৃশ্যমান কোনো উদ্যোগ নেই। এটাকে জুলাই চেতনার সাথে প্রতারণা বলে অভিহিত করেন তারা।
আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের সুস্পষ্ট নির্দেশনা না আসা অবধি সড়কে থাকবেন বলেও জানান তারা।
এদিকে আন্দোলনকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা এড়াতে বিএনএস সেন্টার ও আশপাশ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
ঘটনাস্থলে কর্তব্যরত একাধিক পুলিশ কর্মকর্তা জানান, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে আন্দোলন করছেন। তবে আন্দোলনকে ঘিরে অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।