আইন-অপরাধ

শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও মোল্লা মাসুদ কুষ্টিয়া থেকে গ্রেপ্তার

মুক্তমন ডেস্ক : শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও তার সহযোগী মোল্লা মাসুদকে কুষ্টিয়া থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার (২৭ মে) ভোররাতে কুষ্টিয়া শহরের কালিশংকরপুর সোনার বাংলা সড়ক এলাকার একটি ভাড়া বাসা থেকে অস্ত্রসহ তাদের গ্রেপ্তার করে সেনাবাহিনীর সদস্যরা। তবে সুব্রত বাইন ও মোল্লা মাসুদকে গ্রেপ্তারের বিষয়টি এখন পর্যন্ত সেনাবাহিনীর পক্ষ থেকে গণমাধ্যমকে নিশ্চিত করা হয়নি।

এ খবরে জেলাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কালিশংকরপুর এলাকার আশপাশজুড়ে বিরাজ করছে থমথমে অবস্থা।

ওই এলাকার স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, গেল দেড় মাস আগে কালিশংকরপুর সোনার বাংলা সড়ক এলাকার মৃত মীর মহিউদ্দিনের বাড়ির নিচতলা ভাড়া নেন সুব্রত বাইন ও তার সহযোগী মোল্লা মাসুদ। ওই বাড়িতেই থাকতেন তারা। বাড়ির নিচতলা ভাড়া নেয়ার পর থেকে বাড়ির দরজা-জানালা খুলতে দেখেননি স্থানীয় বাসিন্দারা।

তারা জানান, আজ হঠাৎ ভোররাতে বাড়িটিতে তালা ভাঙার শব্দ পেয়ে ছুটে আসেন তারা। এরপর দেখতে পান সেনাবাহিনীর সদস্যরা বাড়িটি ঘিরে অভিযান চালাচ্ছে। এর কিছুক্ষন পর দু’জনকে গ্রেপ্তার করে সেনাবাহিনীর গাড়িতে তুলে নিয়ে যান তারা। পরে জানতে পারেন এই বাড়িতেই ভাড়া থাকতেন শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও তার সহযোগী মোল্লা মাসুদ। এরপর থেকে আতঙ্কে দিন কাটছে আশপাশের এলাকাবাসীর।

কুষ্টিয়া সেনা ক্যাম্পের ক্যাপ্টেন লেফটেন্যান্ট কর্নেল লামইয়ানুল বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। আমাদের ক্যাম্পের সদস্যরা সেখানে অভিযানে যায়নি। এ ব্যাপারে পুলিশের সঙ্গে কথা বলতে পারেন।’

এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোশাররফ হোসেন বলেন, ‘বিষয়টি আমিও শুনেছি। তবে গ্রেপ্তারের ব্যাপারে এখন পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি। সেনাবাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলেছি। তারা এ ব্যাপারে কথা বলেননি।’

গ্রেপ্তার হওয়া সুব্রত বাইন শীর্ষ অপরাধ চক্রের নেতা হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে ঢাকায় কমপক্ষে ৩০টি খুনের মামলা রয়েছে। ২০০৩ পর্যন্ত সুব্রত বাইন ছিল ঢাকার অপরাধ জগতের প্রভাবশালী চক্র ‘সেভেন স্টার’ গ্রুপের প্রধান ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button