আইন-অপরাধ
নরসিংদী জেল থেকে পালানো খুনি ধরা পড়ল কমলাপুরে ভয়েসওভার /

মোহাম্মদ জুবায়ের আলমঃ নরসিংদী জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া হত্যা মামলার পলাতক আসামিকে অবশেষে গ্রেফতার করেছে রেলওয়ে পুলিশ।
আজ সকাল সাড়ে ১১টার দিকে, গোপন সংবাদের ভিত্তিতে কমলাপুর রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান চালিয়ে ভৈরব রেলওয়ে থানার হত্যা মামলার পলাতক আসামি মঞ্জুর কাদের (৪০) কে গ্রেফতার করে ঢাকা রেলওয়ে থানা পুলিশ।
গ্রেফতারকৃত মঞ্জুর কাদের ২০২৪ সালের ৫ আগস্ট, বৈষম্য বিরোধী আন্দোলনের সময় নরসিংদী জেলা হাজত থেকে পালিয়ে যায়। এরপর দীর্ঘদিন ছদ্মবেশে আত্মগোপনে ছিলো সে।
পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে পালানোর বিষয়টি স্বীকার করেছে আসামি। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।