আইন-অপরাধবৃহত্তর উত্তরা

সেনাবাহিনীর সৈনিককে শিবির ট্যাগ দিয়ে ফেসবুকে গুজব

মুক্তমন রিপোর্ট (ঢাকা):
রাজধানীর উত্তরার একটি আর্মি ক্যাম্পে কর্তব্যরত এক সৈনিককে শিবির ট্যাগ দিয়ে ফেসবুকে গুজব ছড়ানো হচ্ছে। এর তীব্র প্রতিবাদ জানিয়েছে সেনাবাহিনী।
উত্তরার দিয়াবাড়ি আর্মি ক্যাম্পের নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা শুক্রবার (২৫ জুলাই) রাত এ তথ্য জানিয়েছেন।
সম্প্রতি একটি ফেসবুক পোস্টে দেখা যায়, একজন সেনা সদস্যদের একটি পোষাক পড়া ও দুটি সাদা পোষাকে পোস্ট দিয়েছেন মোহাম্মদ সাইফুল ইসলাম নামের এক ব্যক্তি। সাইফুল আরেকটি পোস্টের স্ক্রিন শর্ট নিয়ে লিখেছেন- ‘এই ঘটনা কতটুকু সত্য, তদন্ত করে দেখা দরকার। Bangladesh Army Bangladesh Police কিছু কিছু বিষয় দেখা যাচ্ছে সেনাবাহিনীকে বিতর্ক করে জনসম্মুখে মুখোমুখি করার চেষ্টা করে যাচ্ছে একটি মহল।’- (পোস্টটি হুবুহু তুলে ধরে হল)।
এদিকে তার পোস্টের স্ক্রিনশটে লেখা ছিল-‘গতকাল সেনাবাহিনীর পোষাক পড়ে শিক্ষার্থীদের উপর গুলি চালিয়েছে শিবির নেতা।’
এ বিষয়ে দিয়াবাড়ি আর্মি ক্যাম্পের ওই সেনা কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, ‘ফেসবুক পোস্টের ওই ব্যক্তি বাংলাদেশ আর্মির একজন সদস্য। তিনি উত্তরার একটি আর্মি ক্যাম্পে সৈনিক হিসাবে কর্মরত রয়েছেন।’
তিনি বলেন, ‘একটি চক্র সেনাবাহিনীর সুনাম নষ্ট করার জন্য অপচেষ্টা চালাচ্ছে। তার দাঁড়ি থাকায়, তাকে জামায়াত শিবিরের লোক বলে অপ-প্রচার চালানো হচ্ছে। যা মিথ্যা ও ভিত্তিহীন।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button