আ.লীগের মিছিলে গেলে ৫ হাজার, ব্যানার ধরলে ৮ হাজার !

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানিয়েছে, রাজধানীতে উপস্থিত হওয়া কিছু ঝটিকা মিছিল রাজনৈতিক কর্মসূচি নয়—এগুলোর উদ্দেশ্য নাশকতা। গ্রেপ্তার হওয়া অভিযুক্তদের কাছ থেকে পাওয়া তথ্য এবং তদন্তের ভিত্তিতে পুলিশ বলছে, অনেকে মিছিলে অংশগ্রহণ করতে নগদ অর্থ পাচ্ছেন; মিছিলে যোগ দিলে পাঁচ হাজার টাকা, ব্যানার ধরলে আট হাজার টাকা দেয়ার কথা আছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১০ মাসে এসব ঝটিকা মিছিলে অংশ নেওয়ার অভিযোগে প্রায় সাড়ে ৩ হাজারেরও বেশি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। ২০২৪ সালের ৫ আগস্ট সরকারের পতনের পর এ বছরের মে মাসে দলের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার পরও রাস্তায় হঠাৎ করে এসব মিছিলের পুনরাবির্ভাব দেখা গেছে।
ডিএমপি মিডিয়া ডিসি মুহাম্মদ তালেবুর রহমান বলেন, “জনমনে আতঙ্ক সৃষ্টিকারী যারা মিছিল থেকে ককটেল বিস্ফোরণ করে শহরে আইনশৃঙ্খলা বিনষ্ট করার চেষ্টা করছে—তাদের শনাক্ত করে গ্রেপ্তার করা হচ্ছে। যারা তাদের আশ্রয় দিচ্ছে বা অর্থায়ন করছে, তাদের শনাক্ত করেও আইনের আওতায় আনা হবে।”
পুলিশের দাবি, এসব মিছিলে অংশ নেওয়া কিছু মানুষকে জেলা থেকে এনে প্রধান শহরে নামানো হচ্ছে। সরকারের কাছে বন্দোবস্ত করা তথ্য অনুযায়ী, মিছিলে সরাসরি অর্থবায়নকারী ও অনুপ্রেরণাদাতাদের খুঁজে বের করাই এখন প্রধান অগ্রাধিকার।
পুলিশ জানিয়েছে, তদন্তের প্রাথমিক ফলাফল ও গ্রেপ্তারকৃতদের স্বীকারোক্তির ওপর ভিত্তি করে পরবর্তী অভিযান ও অভিযোগ দায়ের করা হবে। পুলিশ এবং গোয়েন্দা সংস্থাগুলো মিলে মিছিল-প্রস্তুতকারী ও অর্থায়নকারীদের খুঁজে বের করে দ্রুত ব্যবস্থা নেবে—এমনটাই অভীষ্ট বলে সূত্রগুলো জানাচ্ছে।


