শিশু খাদ্য বায়োমিলের প্যাকেটে ডিটারজেন্ট পাউডার! দক্ষিণখানে তীব্র ক্ষোভ


ইসমাইল শামীম : ঢাকার দক্ষিণখান এলাকায় শিশু খাদ্যের নামে বিষাক্ত পণ্য বিক্রির অভিযোগ উঠেছে। স্থানীয় একটি মুদি দোকান থেকে কেনা বায়োমিল ব্র্যান্ডের শিশু খাদ্যের প্যাকেট খুলে ভেতরে ডিটারজেন্ট পাউডার পাওয়া গেছে বলে অভিযোগ করেছেন এক ক্রেতা। ঘটনাটি জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়।
ভুক্তভোগী ক্রেতা রানা জানান, প্রেমবাগান এলাকার একটি মুদি দোকান থেকে তিনি ‘বায়োমিল–৩’ নামের শিশু খাদ্য কিনে আনেন।
বাসায় এনে প্যাকেট খুলতেই ভেতরে খাবারের পরিবর্তে সাদা রঙের ডিটারজেন্ট পাউডার দেখতে পান। বিষয়টি দ্রুত স্থানীয়দের মধ্যে ছড়িয়ে পড়লে জনমনে উদ্বেগ ও প্রশ্ন দেখা দেয়—শিশু খাদ্যের নামে কীভাবে এমন পণ্য বাজারজাত হচ্ছে।
এ ঘটনায় অভিযুক্ত পণ্যের বিষয়ে বায়োমিল কোম্পানির এআর (সেলস রিপ্রেজেনটেটিভ) মিজানুর রহমান জানান, সংশ্লিষ্ট পণ্যটি তাদের কোম্পানির। একই সঙ্গে বায়োমিল কোম্পানির এরিয়া ম্যানেজার আরিফুর রহমান বলেন, তারা দীর্ঘ প্রায় ৩৩ বছর ধরে এই ব্যবসার সঙ্গে যুক্ত।
এ বিষয়ে জানতে চাইলে বায়োমিল কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দীন বলেন, “আমরা প্রায় তিন দশক ধরে এই ব্যবসা পরিচালনা করছি।
আমাদের সব পণ্য সরকার অনুমোদিত।” তবে শিশু খাদ্যের প্যাকেটে ডিটারজেন্ট পাউডার পাওয়ার অভিযোগের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “বিষয়টি আমরা খতিয়ে দেখব।”
এদিকে এমন ঘটনার পর শিশু খাদ্যের মান ও নিরাপত্তা নিয়ে এলাকাবাসীর মধ্যে তীব্র উদ্বেগ তৈরি হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত তদন্ত ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।



