দুর্ঘটনাকবলিত গাড়িতে আটকে ছিলেন ২ চালক, ৯৯৯ নম্বরে ফোনকলে উদ্ধার ৪ জন


২৫ জানুয়ারি ২০২৬ রবিবার সকাল ৮টায় কুষ্টিয়ার সদর থানাধীন কুষ্টিয়া-মেহেরপুর মহাসড়কের ত্রিমোহিনী বাইপাস থেকে কামরুল হাসান নামে একজন কলার ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করে জানান, সেখানে একটি ট্রাক এবং মিনিট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়ে উভয় গাড়ির ড্রাইভার আটকে পড়ে আছে এবং উভয় গাড়ির চালক সহকারী গুরুতর আহত হয়েছে। কলার দ্রুত উদ্ধারের ব্যবস্থা নেওয়ার জন্য ৯৯৯-এর কাছে অনুরোধ জানান।
৯৯৯ থেকে বিষয়টি তাৎক্ষণিকভাবে দ্রুত উদ্ধারের জন্য কুষ্টিয়া ফায়ার সার্ভিস স্টেশন এবং কুষ্টিয়া সদর থানায় জানানো হয়। কলটি গ্রহণ করেছিলেন ৯৯৯ কলটেকার কনস্টেবল তামিম আহমেদ এবং বিষয়টি সংশ্লিষ্ট ফায়ার সার্ভিস স্টেশনের সাথে তদারক এবং সমন্বয় করছিলেন ৯৯৯ ফায়ার ডিসপাচার ফায়ার ফাইটার মোঃ. হানজালাল।
সংবাদপ্রাপ্ত হয়ে কুষ্টিয়া ফায়ার সার্ভিস এবং সদর থানার উদ্ধারকারীদল ঘটনাস্থলে গিয়ে আটকে পড়া চালকদ্বয়কে উদ্ধার করে। উদ্ধারকৃত উভয় চালক এবং আহত উভয় চালক সহকারীকে চিকিৎসার জন্য কুষ্টিয়া সদর হাসপাতালে প্রেরণ করে।



