আইন-অপরাধনির্বাচনবৃহত্তর উত্তরারাজনীতি

ঢাকা-১৮ আসনে আরিফুল ইসলামের দিনব্যাপী নির্বাচনী গণসংযোগ আজ ২৭ শে জানুয়ারি

ঢাকা-১৮ সংসদীয় আসনে একবদ বাংলাদেশ ও ১১ দলীয় নির্বাচনী জোট মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) দিনব্যাপী নির্বাচনী গণসংযোগ ও কর্মসূচিতে অংশ নিচ্ছেন।

নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে ভোটারদের সঙ্গে মতবিনিময়, গণসংযোগ, সভা ও পথসভা অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।

সকাল ৭টা ৩০ মিনিটে খিলক্ষেতের ফায়ার আলী রোড এলাকায় পুরুষ ভোটারদের সঙ্গে মতবিনিময় সভার মাধ্যমে কর্মসূচি শুরু হয়। এরপর সকাল ৯টায় গোলচত্বর মোড় থেকে কামারপাড়া পর্যন্ত গণসংযোগে অংশ নেন প্রার্থী আরিফুল ইসলাম। সকাল ১১টায় নারী ভোটারদের সঙ্গে পৃথক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

দুপুর ৩টায় মুনিরা রেস্টুরেন্ট সংলগ্ন খালি জায়গায় নারী ভোটারদের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। বিকেল ৪টায় সালামত আলী আড্ডা এলাকায় কেন্দ্রীয় মসজিদে উপস্থিত থাকার কথা রয়েছে প্রার্থীর। পরে বিকেল ৪টা ৪৫ মিনিটে মোল্লারটেক এলাকায় গণসংযোগে অংশ নেন তিনি।

সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটে মাগরিব নামাজ আদায় শেষে মুন্সি মার্কেট এলাকায় এবং সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে মুক্তি মার্কেট ও ফরিদ মার্কেট এলাকায় গণসংযোগ করেন আরিফুল ইসলাম। রাত ৭টা ৪৫ মিনিটে দেওয়ান বাড়ি মসজিদ এলাকায় সালাতুল এশা আদায় শেষে সংক্ষিপ্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সর্বশেষ রাত ৮টা ৩০ মিনিটে দেওয়ান বাড়ি থেকে জয়বাংলা মার্কেট পর্যন্ত গণসংযোগের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শেষ হয়।

এ বিষয়ে আরিফুল ইসলাম বলেন, “ভোটারদের কাছে সরাসরি গিয়ে কথা বলাই আমাদের রাজনীতির মূল শক্তি। জনগণের দুঃখ-কষ্ট শুনে সেগুলোর বাস্তব সমাধান নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।”

নেতাকর্মীরা জানান, ঢাকা-১৮ আসনে জনসমর্থন দিন দিন বাড়ছে এবং সাধারণ মানুষের অংশগ্রহণে নির্বাচনী পরিবেশ প্রাণবন্ত হয়ে উঠছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button