তারেক রহমানের অপেক্ষায় রাত জাগা উত্তরার নেতাকর্মীরা


মুক্তমন রিপোর্ট :আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশব্যাপী গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর উত্তরায় আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান। তাঁর আগমনকে কেন্দ্র করে উত্তরার আজমপুর ঈদগাহ মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে উঠেছে।
আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেল থেকেই উত্তরার ৬ নম্বর সেক্টরের আজমপুর ঈদগাহ মাঠে বিভিন্ন থানা ও ওয়ার্ড থেকে মিছিল নিয়ে নেতা-কর্মীরা সমাবেশস্থলে জড়ো হতে থাকেন। ঢাকঢোল ও বাদ্যযন্ত্রের তালে তালে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।
সমাবেশস্থলে উপস্থিত রয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব হাজী মো. মোস্তফা জামান, ঢাকা-১৮ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেন, যুগ্ম আহ্বায়ক এম কফিল উদ্দিন, আক্তার হোসেনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
দলীয় সূত্রে জানা গেছে, তারেক রহমান এর আগে ময়মনসিংহে এক বিশাল জনসভায় বক্তব্য দেন। পরে ফেরার পথে গাজীপুরে এক পথসভায় অংশ নেন। সর্বশেষ কর্মসূচি হিসেবে তিনি উত্তরার এই জনসভায় যোগ দেওয়ার কথা রয়েছে।
উত্তরখান থানা থেকে মিছিল নিয়ে সমাবেশে অংশ নেওয়া বিএনপি কর্মী সাইফুল ইসলাম বলেন, “এই প্রথমবারের মতো আমাদের প্রিয় নেতা উত্তরায় সমাবেশে আসছেন। দীর্ঘ প্রবাসজীবনের পর তাঁর আগমন আমাদের জন্য আবেগের বিষয়।”
তারেক রহমানের আগমন উপলক্ষে সমাবেশস্থল বর্ণিল আলোকসজ্জায় সাজানো হয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সমাবেশস্থল ও আশপাশের এলাকায় পোশাকধারী ও সাদা পোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।



