আইন-অপরাধবৃহত্তর উত্তরা

উত্তরা ১১ নং সেক্টরে ভয়াবহ অগ্নিকাণ্ড, বিএনপি প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেনের অফিসসহ একাধিক বাজারে আগুন

উত্তরার ১১ নং সেক্টরের সোনারগাঁও জনপদ সড়কে অবস্থিত রমজান মার্কেট এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিকেল সোয়া ৫টার দিকে এ আগুনের সূত্রপাত হয়। আগুনে কাঁচাবাজার, ফার্নিচার মার্কেট ও পর্দা মার্কেটসহ আশপাশের একাধিক দোকান পুড়ে গেছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রাথমিকভাবে আগুন প্রায় ৮০ শতাংশ নিয়ন্ত্রণে আনা হলেও পরবর্তীতে ফায়ার সার্ভিসের টানা প্রচেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।

এ অগ্নিকাণ্ডে ঢাকা-১৮ আসনের বিএনপির প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেনের কার্যালয়সহ বাজারের বহু দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানানো হবে বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে। ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং উৎসুক জনতা ঘটনাস্থলে ভিড় জমায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button