পলাতক সরকারের আদলে প্রতিহিংসার রাজনীতি করবো না: এস এম জাহাঙ্গীর


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৮ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেন বলেছেন, পলাতক সরকারের আদলে প্রতিহিংসার রাজনীতি তিনি করবেন না এবং এ এলাকাতেও হতে দেবেন না।
শনিবার (১১টা) রাজধানীর দক্ষিণখান এলাকার জয়নাল মার্কেট প্রাঙ্গণে নির্বাচনী প্রচারণার ১২তম দিনে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এস এম জাহাঙ্গীর বলেন, “গত ১৭ বছর আমরা প্রতিহিংসার রাজনীতির শিকার হয়েছি। মিথ্যা মামলা, জুলুম-নির্যাতনের শিকার হয়েছি। কিন্তু ঢাকা-১৮ এলাকায় এমন প্রতিহিংসার রাজনীতি হবে না। আমি নিজেও কখনো প্রতিহিংসার রাজনীতি করবো না।”
তিনি বলেন, জুলাই আন্দোলনে দেশের সকল শ্রেণির মানুষের অংশগ্রহণ ছিল। সেই ঐক্যের ধারাবাহিকতায় তিনি সবাইকে সঙ্গে নিয়েই এলাকার উন্নয়ন, সেবা ও রাজনীতি পরিচালনা করতে চান।
নিজের রাজনৈতিক সংগ্রামের কথা তুলে ধরে তিনি বলেন, “ফ্যাসিস্ট সরকারের সময়ে মিথ্যা মামলায় হয়রানি, জেল-জুলুমের শিকার হলেও আমি এই এলাকার মানুষকে কখনো ছেড়ে যাইনি। করোনা মহামারি ও প্রাকৃতিক দুর্যোগে জনগণের পাশে দাঁড়িয়েছি। আজ গণসংযোগে মানুষের ব্যাপক সাড়া পাচ্ছি।”
ভোটের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবাইকে একসাথে কেন্দ্রে যেতে হবে এবং ধানের শীষে ভোট দিতে হবে।”
দক্ষিণখান এলাকাকে সমস্যা জর্জরিত উল্লেখ করে এস এম জাহাঙ্গীর বলেন, “আমি নির্বাচিত হলে দক্ষিণখানের প্রতিটি সমস্যাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সমাধানে কাজ করবো।”
দক্ষিণখান থানা বিএনপির আহ্বায়ক হেলাল উদ্দিন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ পথসভা ও গণসংযোগে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক আফাজ উদ্দিন, সদস্য সালাম সরকার, রফিকুল ইসলাম রতন, দক্ষিণখান থানা বিএনপির নাজিম উদ্দীন, উত্তরা পূর্ব থানা বিএনপির আহ্বায়ক মো. শাহ আলম, এসআই টুটুল, হারুনুর রশীদ মুন্সি, ৪৮ নম্বর ওয়ার্ডের আব্দুল হক, রাশিদুল ইসলাম রাশেদ, উত্তরা পশ্চিম থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আজমল হুদা মিঠু, আলাউদ্দিন, আলমগীর হোসেন শিশির, মোস্তফা সরকার, মীর হোসাইন মুসা, মহিলা দলের শোহেলী পারভীন শিখা, ফারজানা কাকন, আনুশা আনুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
পথসভা শেষে দক্ষিণখানের ফায়দাবাদ, জয়নাল মার্কেট, প্রেমবাগান, মোল্লারটেক ও ডিএনসিসির ৫০ নম্বর ওয়ার্ড এলাকায় গণসংযোগ করেন এস এম জাহাঙ্গীর হোসেন।



