নির্বাচনরাজনীতিসারাদেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা প্রস্তুতি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সারাদেশে সর্বোচ্চ নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন নিশ্চিত করতে সীমান্ত সুরক্ষা, আইন-শৃঙ্খলা রক্ষা ও নাশকতা প্রতিরোধে নিরলসভাবে কাজ করছে বাহিনীটি।

বিজিবি সূত্র জানায়, দেশের ৪,৪২৭ কিলোমিটার দীর্ঘ সীমান্ত সম্পূর্ণ নিরাপদ রাখার পাশাপাশি নির্বাচনকালীন সার্বিক নিরাপত্তা নিশ্চিতে সারাদেশে ৩৭ হাজারেরও বেশি বিজিবি সদস্য মোতায়েন থাকবে। দেশের ৪৯৫টি উপজেলার মধ্যে ৪৮৯টি উপজেলায় বিজিবি নির্বাচনী দায়িত্ব পালন করবে। এর মধ্যে সীমান্তবর্তী ৬১টি উপজেলায় বিজিবি এককভাবে আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকবে।

ঝুঁকি বিবেচনায় দেশের সবকটি সংসদীয় আসনেই বিজিবি মোবাইল ও স্ট্যাটিক ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে। বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালকের দিকনির্দেশনায় ঢাকা সেক্টরের অধীনস্থ ঢাকা ব্যাটালিয়ন (৫ ও ২৬ বিজিবি), নারায়ণগঞ্জ ব্যাটালিয়ন (৬২ বিজিবি) এবং গাজীপুর ব্যাটালিয়ন (৬৩ বিজিবি)-এর আওতাধীন ৯টি জেলা ও ৪টি সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত ৫১টি সংসদীয় আসনে মোট ১৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে। এসব এলাকায় ৪২টি অস্থায়ী বেইজ ক্যাম্প স্থাপন করে নির্বাচনকালীন দায়িত্ব পালন করা হবে।

নির্বাচনকে কেন্দ্র করে যেকোনো ধরনের নাশকতা ও অস্থিতিশীল পরিস্থিতি মোকাবিলায় বিজিবির বিশেষায়িত K-9 ডগ স্কোয়াড মোতায়েন থাকবে। পাশাপাশি জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দিতে প্রস্তুত থাকবে র‌্যাপিড অ্যাকশন টিম (RAT), কুইক রেসপন্স ফোর্স (QRF) এবং হেলিকপ্টার ইউনিট।

নির্বাচনকালীন দায়িত্ব পালনের ক্ষেত্রে বিজিবি সরকার ও নির্বাচন কমিশনের সকল নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করছে। রাজনৈতিকভাবে সম্পূর্ণ নিরপেক্ষ থেকে সকল রাজনৈতিক দল ও প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করতে বিজিবি প্রতিশ্রুতিবদ্ধ। ভোটাররা যেন ভয় ও শঙ্কামুক্ত পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

নিরাপত্তা ও জবাবদিহিতা নিশ্চিত করতে বিজিবি সদস্যদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। পাশাপাশি বডি ওর্ন ক্যামেরা, নাইট ভিশন ডিভাইস, মেটাল ডিটেক্টর, এপিসি ও আধুনিক যোগাযোগ সরঞ্জাম ব্যবহার করা হবে। নির্বাচন পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে ব্যাটালিয়ন ও সেক্টর সদর দপ্তরে গঠন করা হয়েছে বিশেষ মনিটরিং সেল। নির্বাচনের দিন গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট স্থাপন ও যানবাহন তল্লাশি কার্যক্রমও জোরদার করা হবে।

বর্ডার গার্ড বাংলাদেশ দৃঢ়ভাবে বিশ্বাস করে, সরকার, নির্বাচন কমিশন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং জনগণের সম্মিলিত প্রচেষ্টায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button