দক্ষিণখানে মাদরাসার ছাদ থেকে লাফিয়ে পড়ে ছাত্রী আহত

মুক্তমন রিপোর্ট : রাজধানীর দক্ষিণখানে একটি মহিলা মাদরাসার ৫ তলা ছাদ থেকে লাফিয়ে পড়ে আহত হয়েছে এক আবাসিক ছাত্রী। বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে ওই ঘটনা ঘটে বলে স্থানীয়রা নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, উত্তরখান চালাবন বাজার রোডের নাজিয়া নাজিয়া গার্মেন্ট সংলগ্ন মাদরাসাতুল হুফফাজ লী তা’লীমিল কুরআন বাংলাদেশ নামের ওই মাদরাসা ভবনের ছাদ থেকে জান্নাত নামের ১২-১৫ বছেরের একটি কন্যা শিশু শিক্ষার্থী রহস্যজনভাবে পড়ে যায়।
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে দ্রুত উত্তরাস্থ কুয়েত-মৈত্রী হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়েছে। প্রত্যক্ষদর্শী রাসেল আহমেদ মুক্তমনকে বলেন, আমরা এখানে চায়ের দোকানে ছিলাম। হঠাৎ শব্দ পেয়ে মানুষ সেখানে ভীড় করে। সেখানে একটি মেয়েকে পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। তবে এ সময় মাদরাসা থেকে কেউ বের হয়ে আসেনি বরং ভেতরে যাতে কেউ প্রবেশ করতে না পারে সেজন্য কলাপসিবল গেইট লাগিয়ে দেয়া হয়।
তিনি আরো জানান, মেয়েটি পড়ে যাওয়ার বেশ কিছু সময় পর মাদরাসার একজন শিক্ষক (হুজুর) আসেন এবং উপস্থিত জনতার প্রশ্নের মুখে দাবি করেন যে, মেয়টি নাকি মৃগী রোগে আক্রান্ত ছিলো। তবে মেয়েটি পড়ে যাওয়ার পরপর ছাদের ওপর আরো কয়েকজনকে দাঁড়িয়ে নিচের দৃশ্য অবলোকন করতে দেয়া যায়। সে সময় আরো কয়েকটি ছাত্রী ছাঁদ থেকে চিৎকার করছিলো বলে উল্লেখ করেন এই প্রত্যক্ষদর্শী।
ঘটনার পর পর বিষয়টি নিয়ে স্থানীয়দের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশের সদস্যরা যে কোন অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মাদরাসা এলাকায় অবস্থান নেয়।
দক্ষিণখান থানার ওসি তাইফুর রহমান মির্জা মুক্তমনকে বিষয়টি নিয়ে বিস্তারিত কিছু জানানটি। তবে বলেন, পুরো বিষয়টি জানার জন্য আমাদের টীমের সদস্যরা কাজ করছে। বিস্তারিত ঘটনা বা কারণ জানার পরই জানানো যাবে।