রাজধানীর দক্ষিণখান থেকে বিপুল পরিমাণ জাল ডলার ও টাকা উদ্ধার

মুক্তমন রিপোর্ট : রাজধানীর দক্ষিণখানের একটি বাড়ি থেকে বিপুল পরিমাণ জাল ডলারসহ বিভিন্ন মূল্যমানের বাংলাদেশী জাল নোট উদ্ধার করা হয়েছে। ঢাকা বিমানবন্দর থানা পুলিশ কর্তৃক এ অভিযানটি পরিচালিত হয় গতকাল শুক্রবার মধ্যরাতে।
প্রাপ্ত তথ্যমতে, গত বৃহস্পতিবারের একটি মামলায় রিমান্ডে থাকা আসামী আশিকের দেওয়া তথ্যের ভিত্তিতে বিমানবন্দর থানা পুলিশের একটি দল দক্ষিণখান থানা এলাকায় অভিযান পরিচালনা করে। সেখানে সন্দেহভাজন দুইজনকে হাতেনাতে আটক করে। তারপর তাদের রুমে কার্টুনে ভর্তি একই নাম্বারের পাঁচ লক্ষ ইউএস ডলার ও বিভিন্ন মূল্যমানের বাইশ লক্ষ চৌত্রিশ হাজার বাংলাদেশী টাকার বান্ডিল উদ্ধার করেন।
এ প্রসঙ্গে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাসলিমা আক্তার সাপ্তাহিক মুক্তমানকে বলেন, এটা অনেক বড় একটা চক্র। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।