নিজেকে রেখেছেন অ্যামব্রোস, নেই ওয়ালশ

স্পোর্টস ডেস্কঃ ওয়েস্ট ইন্ডিজের সর্বকালের সেরা একাদশ বেছে নিয়েছেন দেশটির কিংবদন্তি ক্রিকেটার কার্টলি অ্যামব্রোস। সে একাদশে নিজেকে রেখেছেন সাবেক তারকা পেসার। যদিও সাবেক সতীর্থ এবং বোলিং পার্টনার কোর্টনি ওয়ালশকে রাখেননি সেরা একাদশে রাখেননি অ্যামব্রোস।
অ্যামব্রোসের একাদশে ওপেনার হিসেবে ডেসমন্ড হেইন্সের সঙ্গে আছেন বাংলাদেশের সাবেক কোচ গর্ডন গ্রিনিজ। বিশেষজ্ঞ ব্যাটার হিসেবে রেখেছেন ভিভ রিচার্ডস, ব্রায়ান লারা, এভারটন উইকসকে। এই একাদশের উইকেটরক্ষকের দায়িত্বে আছেন জেফরি ডুজন। অলরাউন্ডার হিসেবে স্যার গ্যারি সোবার্সকে রেখেছেন অ্যামব্রোস। পেস বোলিং আক্রমণে নিজের পাশাপাশি ম্যালকম মার্শাল ও মাইকেল হোল্ডিংকে বেছে নিয়েছেন। এছাড়া স্পিনার হিসেবে রেখেছেন ল্যান্স গ্রিবসকে। সে একাদশের দ্বাদশ ক্রিকেটার হিসেবে আছেন ক্লাইড ওয়ালকট।
একনজরে অ্যামব্রোসের চোখে ওয়েস্ট ইন্ডিজের সর্বকালের সেরা একাদশ: গর্ডন গ্রিনিজ, ডেসমন্ড হেইন্স, ভিভ রিচার্ডস, ব্রায়ান লারা, এভারটন উইকস, গ্যারি সোবার্স, জেফরি ডুজন (উইকেটরক্ষক), ম্যালকম মার্শাল, মাইকেল হোল্ডিং, কার্টলি অ্যামব্রোস ও ল্যান্স গ্রিবস। দ্বাদশ ক্রিকেটার: ক্লাইড ওয়ালকট।