আইন-অপরাধবৃহত্তর উত্তরা
উত্তরখানে যুবতীকে উত্যক্তের অভিযোগে যুবকে ভ্রাম্যমাণ আদালতে সাঁজা

নিজস্ব প্রতিবেদক, (ঢাকা):
রাজধানীর উত্তরখানে ২১ বছর বয়সী এক যুবতীকে উত্যক্তের অভিযোগে মো. হাসিব নামের এক যুবককে ২০ দিনের কারাদণ্ড দিয়েছে ডিএমপি’র ভ্রাম্যমাণ আদালত।
উত্তরখানের কাঁচকুড়ার ভারারদী বায়না বাড়ি থেকে সোমবার (১২ মে) সকালে তাকে আটক করে পুলিশ। পরবর্তীতে দুপুরে তাকে ডিএমপির ভ্রাম্যমাণ আদালত ২০ দিনের সাঁজা দেন।
সাঁজাপ্রাপ্ত ওই আসামী হলেন, উত্তরখানের ভারারদি বায়না বাড়ি হায়দার আলী ওরফে হাদুর ছেলে হাসিব।
এ বিষয়ে ডিএমপি’র উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান বলেন, ‘ভারারদি এলাকার হাসিব বাড়ির পাশের রাস্তায় রোববার (১১ মে) সন্ধ্যায় এক যুবতীকে পেয়ে উত্যক্ত করে। উত্যক্তকালে হাসিব ওই যুবতীকে কুরুচিপূর্ণ কথাবার্তা, অশালীন অঙ্গ ভঙ্গি করে, অশ্লীল আওয়াজসহ ভয়ভীতি দেখায়।’
তিনি বলেন, ‘এর আগেও ওই যুবতীকে একই ধরণের উত্যক্ত করে হাসিব। এ ঘটনায় পূর্বে ভুক্তভোগী যুবতী উত্তরখান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।’
ওসি জিয়া বলেন, ‘উত্যক্তের পর হাসিবকে উত্তরখান থানার এসআই আশরাফুল আলম ও এসআই আব্দুল্লাহ আল নোমান আটক করে থানায় নিয়ে আসেন। পরবর্তীতে তাকে ডিএমপি’র ভ্রাম্যমাণ আদালত তাকে ২০ দিনের সাঁজা দেন। পরে তাকে ঢাকার কেরানীগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে।’