ঢাকা-১৮ আসনে প্রার্থীতা প্রত্যাহার করলেন আশরাফুল হক, এনসিপির প্রার্থী আরিফুল ইসলামকে সমর্থন


মুক্তমন রিপোর্ট: ঢাকা-১৮ সংসদীয় আসনে বৃহত্তর জোটের স্বার্থে নিজের প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছেন অধ্যক্ষ আশরাফুল হক। তিনি জোট শরিক ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি)-এর প্রার্থী আরিফুল ইসলাম আদিবকে আনুষ্ঠানিকভাবে সমর্থন দেওয়ার ঘোষণা দিয়েছেন।
রোববার এক লিখিত বিবৃতিতে অধ্যক্ষ আশরাফুল হক বলেন, সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী ঐক্য ও জোটের বৃহত্তর স্বার্থকে প্রাধান্য দিয়ে তিনি এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন। ব্যক্তিগত চাওয়া-পাওয়ার চেয়ে দেশ, জাতি ও ইসলামের স্বার্থকে তিনি সর্বাগ্রে গুরুত্ব দিয়েছেন বলেও উল্লেখ করেন।
বিবৃতিতে তিনি বলেন, “দীর্ঘদিন ধরে ঢাকা-১৮ আসনের প্রতিটি অলিগলি ও মানুষের সুখ-দুঃখের সাথে আমি নিজেকে সম্পৃক্ত রেখেছি। আপনাদের ভালোবাসা ও সংগঠনের আস্থার কারণে আমি এই আসনে সংসদ সদস্য প্রার্থী হিসেবে কাজ করে আসছিলাম। তবে বৃহত্তর ঐক্য ও বিজয়ের লক্ষ্যে সংগঠনের সিদ্ধান্ত আমি সাদরে গ্রহণ করেছি।”
অধ্যক্ষ আশরাফুল হক আরও বলেন, বিজয় অর্জনের জন্য ঐক্যবদ্ধ থাকা অত্যন্ত জরুরি। বিভক্তি নয়, সম্মিলিত প্রচেষ্টাই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে।
তিনি তার সকল কর্মী, সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ব্যক্তি হিসেবে তিনি মনোনীত না হলেও আদর্শ ও লক্ষ্য অটুট রয়েছে। তাই সবাইকে জোটের প্রার্থী এনসিপির আরিফুল ইসলাম আদিবের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
বিবৃতির শেষাংশে তিনি বলেন, “আমি আপনাদের পাশেই ছিলাম, আছি এবং ইনশাআল্লাহ ভবিষ্যতেও থাকবো। আপনাদের ভালোবাসা আমি সারা জীবন হৃদয়ে ধারণ করে রাখব।”
উল্লেখ্য, ঢাকা-১৮ আসনে জোটগত সমঝোতার অংশ হিসেবে এনসিপির প্রার্থী হিসেবে আরিফুল ইসলাম আদিব নির্বাচনে অংশ নিচ্ছেন।



