উত্তরায় আগুন : মাহমুদুর রহমান মান্নার শোক প্রকাশ


মুক্তমন ডেস্ক : রাজধানীর উত্তরা এলাকায় সংঘটিত অগ্নিকাণ্ডে মর্মান্তিক প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন নাগরিক ঐক্যের সভাপতি জনাব মাহমুদুর রহমান মান্না।
ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, আজ শুক্রবার সকাল আনুমানিক ৭টা ৫০ মিনিটে রাজধানীর উত্তরা সেক্টর–১১, রোড–১৮–এ অবস্থিত একটি সাততলা আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় এ পর্যন্ত নিহতের সংখ্যা ছয়জনে দাঁড়িয়েছে এবং আহত হয়েছেন ১০ জনের অধিক।
এই হৃদয়বিদারক ঘটনায় ক্ষতিগ্রস্তদের প্রতি সংহতি প্রকাশ এবং পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণের উদ্দেশ্যে আজ সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে নাগরিক ঐক্যের সভাপতি জনাব মাহমুদুর রহমান মান্না ঘটনাস্থল পরিদর্শনে যাবেন।
পরিদর্শনকালে তিনি নিহত ও আহতদের পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানাবেন এবং অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ অনুসন্ধানসহ ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করবেন।



