ইমার স্বপ্নপূরণে হাত বাড়ালেন তারেক রহমান

প্রতিনিধি, (ভাঙ্গা) ফরিদপুরঃ মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পান ইমা আকতার। কিন্তু টাকার অভাবে চিকিৎসক হওয়ার স্বপ্ন ছিল অধরা। ঠিক সেই মুহূর্তে তার ইচ্ছাপূরণে হাত বাড়ান তারেক রহমান। ভর্তি থেকে শুরু করে সব ধরনের আর্থিক সহায়তারও আশ্বাস দেন বিএনপির এই ভারপ্রাপ্ত চেয়ারম্যান। একই সঙ্গে কেন্দ্রীয় ছাত্রদলের মাধ্যমে ইমার বাবা শেখ বিল্লালের হাতে তুলে দেওয়া হয়েছে নগদ অর্থ।
ইমার বাড়ি ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পূর্ব হাসামদিয়া গ্রামে। সোমবার দুপুরে এ অর্থ বুঝিয়ে দেন ছাত্রদলের কেন্দ্রীয় জ্যেষ্ঠ যুগ্ম-সাধারণ সম্পাদক শ্যামল মিত্র। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পলাশ ও স্থানীয় ছাত্রদল নেতারা।
ইমার বাবা বিল্লাল বলেন, ‘বহু কষ্ট মেয়েকে লেখাপড়া করিয়ে এ পর্যন্ত এনেছি। এবার মেডিকেল কলেজে সুযোগ পেলেও টাকার অভাবে ভর্তি অনিশ্চিত ছিল। কিন্তু এখন আর কোনো সমস্যা নেই। কেননা তারেক রহমান আমাদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন। এজন্য তার প্রতি চিরকৃতজ্ঞ।’
আবেগাপ্লুত কণ্ঠে ইমা বলেন, তারেক রহমানের উপহার নিয়ে জীবনের নতুন অধ্যায় মেডিকেল কলেজে ভর্তি হতে পারবো। এ আনন্দ মুখের ভাষায় প্রকাশ করা যাবে না। এমন প্রাপ্য আমার সারাজীবনের পাথেয় হয়ে থাকবে।
ছাত্রদল নেতা শ্যামল মিত্র বলেন, চিকিৎসক হওয়া না পর্যন্ত ইমার পরিবারের পাশে থাকবে ছাত্রদল। তারেক রহমানের নির্দেশে আমরা প্রাথমিকভাবে অর্থ তুলে দিয়েছি। আমাদের এমন কাজ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।