রাজধানীতে নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী মাহিয়া গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, (ঢাকা):
রাজধানীর তুরাগ থেকে নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী মাহিয়া রহমানকে (২৪) গ্রেপ্তার করেছে পুলিশ।
তুরাগের দিয়াবাড়ির শান্ত মারিয়াম ইউনিভার্সিটি ক্যাম্পাসের সামনে থেকে বৃহস্পতিবার (৮ মে) সকালে তাকে শিক্ষার্থীরা আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে।
পরবর্তীতে ডিএমপি’র তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাহাত খান সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার হওয়া ওই নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী হলেন, ঢাকা মহানগর ছাত্রলীগের সহ-সম্পাদক। জানা গেছে, তার বাবা বরিশালের সাবেক ওয়ার্ড কাউন্সিলর ও আওয়ামীলীগ নেতা।
এ বিষয়ে তুরাগ থানার ওসি রাহাত খান বলেন, ‘ঢাকা মহানগর উত্তরের সহ-সম্পাদক মাহিয়াকে দিয়াবাড়ি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যার অভিযোগে মামলা রয়েছে।’