খেলা-বিনোদন

আইপিএলের পর স্থগিত হলো পিএসএলও

মুক্তমন ডেস্ক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) পর স্থগিত হলো পাকিস্তান সুপার লিগও (পিএসএল)। আজ (শুক্রবার) রাতে আনুষ্ঠানিক বিবৃতিতে পিএসএলের দশম আসর স্থগিত করল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এর আগে আজ সকালেই ভারতের সাথে চলমান সংঘাতের জেরে নিরাপত্তা ইস্যুতে পিএসএলের বাকি থাকা ৮ ম্যাচ আরব আমিরাতে সরিয়ে নেয়ার ঘোষণা দেয় পিসিবি।

কিন্তু বিবৃতিতে পিসিবি জানায়, গত ২৪ ঘণ্টায় ভারত-পাকিস্তানের নিয়ন্ত্রণ রেখার পরিস্থিতির অবনতি হওয়াতে এই সিদ্ধান্ত নিয়েছে তারা। ভারত থেকে ছোঁড়া ৭৮টি ড্রোন ও মিসাইলের প্রভাবে পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে।

পিএসএলের এবারের আসর স্থগিত করার সিদ্ধান্ত নিতে পিসিবি পেয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী মিয়া মোহাম্মদ শাহবাজ শরীফের পরামর্শ। বিবৃতিতে বলা হয়, ‘প্রধানমন্ত্রীর পরামর্শেই পিসিবি এই সিদ্ধান্ত নিয়েছে। ভারতের বেপরোয়া আগ্রাসন এমন পর্যায়ে পৌঁছেছে, দেশের সবার সবার দৃষ্টি এখন পাকিস্তানের সশস্ত্র বাহিনীর দিকে। পিসিবি এবং খেলোয়াড়রা শহীদ পরিবারের সদস্যদের এবং জাতির সুরক্ষায় নিয়োজিত নিরাপত্তাকর্মীদের প্রতি দৃঢ় সংহতি প্রকাশ করছে।’

এর আগে আজ পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও সুপার জানায় , আইপিএলের বাকি ম্যাচগুলো আয়োজন করতে আরব আমিরাত বোর্ডকে প্রস্তাব দিয়েছিল বিসিসিআই। কিন্তু আমিরাত বোর্ড ভারতের সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছে। কারণ পিসিবি আগে থেকেই পিএসএলের বাকি ম্যাচগুলো আয়োজনের কথা জানিয়ে রাখে আমিরাতের ক্রিকেট বোর্ডকে।

সেই প্রস্তাবে সাড়া দিয়ে আমিরাতও পিসিবিকে সবুজ সংকেত দেয়। পাকিস্তান আগে থেকেই আমিরাতের দুই ভেন্যু বুক করে রাখায় আইপিএলকে প্রত্যাখান করেছে তারা। তাই বিকল্প ভেন্যু হিসেবে আমিরাতকে আইপিএলের জন্য পায়নি ভারত। অবশেষে দুই লিগই স্থগিত রইল আপাতত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button