নাদিমের দেয়া তথ্যে হাবিব হাসানের চাচাতো ভাই প্রিন্স গ্রেফতার

মুক্তমন রিপোর্ট : আওয়ামী লীগের ঢাকা-১৮ আসনের সাবেক এমপি হাবিব হাসানের ভাই নাদিম মাহমুদের দেয়া তথ্যে তাদের অপর চাচাতো ভাই নাজমুল হাসান প্রিন্সকে পলাতক অবস্থায় গ্রেফতার করেছে পুলিশ।
নাজমুল হাসান প্রিন্স ডিএনসিসির ৫১ নং ওয়াড আঃলীগের সাংগঠনিক সম্পাদক, ঢাকা ১৮ আসনের সাবেক এমপি হাবিব হাসানের চাচাতো ভাই তিনি। উত্তরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আওয়ামী লীগের মিছিল থেকে ছাত্রদের ওপর হামলার নেতৃত্ব দেওয়ার সুনির্দিৃষ্ট অভিযোগ আছে তার বিরুদ্ধে।
শুক্রবার রাত ৮টার দিকে উত্তরার ১৪ নম্বর সেক্টরের পাশে আহালিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান।
ওসি হাফিজুর রহমান জানান, গত ২ দিন আগে হাবিব হাসানের ছোট ভাই নাদিম মাহমুদকে গ্রেফতার করা হয়েছিল। পরে তাকে আদালতে তুলে জিজ্ঞাসাবাদে নেয় পুলিশ। তার দেয়া তথ্যের ভিত্তিতে গতরাতে প্রিন্সকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে উত্তরা পূর্ব, উত্তরা পশ্চিম এবং পল্টন থানায় মোট ১২ টি হত্যা মামলা রয়েছে।