আইন-অপরাধবৃহত্তর উত্তরা

মাদারীপুর জেলা যুব মহিলা লীগের সভাপতি উত্তরায় গ্রেপ্তার

মুক্তমন রিপোর্ট : মাদারীপুর জেলা যুব মহিলা লীগের সভাপতি নার্গিস আক্তারকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার ভোরে রাজধানীর উত্তরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

একইদিন সকালে উত্তরা গোয়েন্দা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. হেলালউদ্দিন ভূইয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

নার্গিস আক্তার মাদারীপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ছিলেন।

জানা গেছে, শনিবার ভোরে উত্তরার তিন নম্বর সেক্টরের ৪ নম্বর রোডের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয় নার্গিস আক্তারকে। পরে তাকে ডিবি কার্যালয়ে আনা হয়েছে।

তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান এডিসি হেলালউদ্দিন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button