আইন-অপরাধবৃহত্তর উত্তরা
উত্তরখান আ. লীগ নেতা ওমর আলীকে গ্রেফতার
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে উত্তরখানে হত্যা মামলা

মুক্তমন রিপোর্ট : রাজধানীর উত্তরখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা মো. ওমর আলীকে (৬২) গ্রেপ্তার করেছে পুলিশ। উত্তরখানের মধ্যপাড়া এলাকা থেকে আজ সোমবার (১২ মে) রাত ৮টার দিকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার হওয়া ওমর উত্তরখানের ৪৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। তিনি উত্তরখান মধ্যপাড়ার মৃত ইয়াছিন বেপারীর ছেলে।
এ বিষয়ে উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান জানান, গোপন তথ্যের ভিত্তিতে উত্তরখানের মধ্যপাড়া এলাকার অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলার আসামি ওমর আলীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর আইনানুগ ব্যবস্থার জন্য তাঁকে উত্তরা পশ্চিম থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।