আইন-অপরাধবৃহত্তর উত্তরা
বিমানবন্দর এলাকায় ৯ ছিনতাইকারীকে সাজা

মুক্তমন রিপোর্ট: রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় থেকে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে নয়জন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে বিয়ান বন্দর থানা পুলিশ। বিমানবন্দরের গোল চত্বর এবং কাওলা এলাকা থেকে তাদেরকে গত ১৬ মে বিভিন্ন সময় আটক করা হয়। পরে বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে তাদেরকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়।
বিমানবন্দর থানার ওসি তাসলিমা আক্তার মুক্তমনকে জানান, সম্প্রতি সময়ে বিমানবন্দর এলাকায় ছিনতাই দৌড়াত্ব বেড়ে যাওয়ার ফলে বিশেষ অভিযান পরিচালনা করে বিমানবন্দর থানা পুলিশ। সেই অভিযানেরই অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় নয় জন চিহ্নিত ছিনতাইকারী কে গ্রেফতার করতে সক্ষম হই।
আটকটি তোরা অভিযোগের স্বীকার করায় তাদেরকে বিভিন্ন মেয়াদে সাজার প্রদান করা হয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন।