আইন-অপরাধবৃহত্তর উত্তরা

টাকা ধার নিতে গিয়ে গণধর্ষণ কান্ডের দুই আসামীকে খিলক্ষেত থেকে গ্রেফতার

মুক্তমন রিপোর্ট : টাকা ধার নিতে গিয়ে গণধর্ষণের শিকার হওয়া এক নারীর দায়েরকৃত মামলার এজাহারনামীয় দুই আসামিকে গ্রেফতার করেছে ডিএমপির খিলক্ষেত থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- মোঃ আক্কাছ আলী (৪৪) ও আমানুল্লাহ ভূইয়া (৪৫)।

খিলক্ষেত থানা সূত্রে জানা যায়,গত (১৪ জুন ২০২৫) সন্ধ্যা আনুমানিক সোয়া ৭টায় ভিকটিম তার প্রতিবেশী আক্কাছ আলীর কাছে এক হাজার টাকা ধার নিতে যায়। আক্কাছ আলী টাকা দেওয়ার কথা বলে তাকে আমান উল্লাহ ভূইয়ার বাড়ীতে নিয়ে যায়। সেখানে গিয়ে কিছু টাকা কম আছে বিধায় তা সংগ্রহ করার কথা বলে রুমে বসে অপেক্ষা করতে বলে। ভিকটিম রুমে প্রবেশ করলে কৌশলে দরজা বন্ধ করে পালাক্রমে আক্কাছ ও আমানুল্লাহ জোরপূর্বক ভিকটিমকে ধর্ষণ করে। একপর্যায়ে ভিকটিম আনুমানিক রাত সাড়ে ৮টার দিকে জোড়পূর্বক দরজা খুলে তার নিজ বাড়িতে চলে যায় এবং অসুস্থ হয়ে পরে। পরবর্তীতে ১৯ জুন ২০২৫ ভিকটিমের অভিযোগের প্রেক্ষিতে খিলক্ষেত থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করা হয়।

থানা সূত্রে আরো জানা যায়, মামলা রুজুর পর তথ্য ও প্রযুক্তির সহায়তায় দ্রুত অভিযুক্তদের অবস্থান সনাক্ত করতে সক্ষম হয় খিলক্ষেত থানা পুলিশ। এরপর থানা পুলিশের চৌকস টিম অভিযান পরিচালনা করে ১৯ জুন ভোরে খিলক্ষেত থানাধীন বরুয়া পারুলিয়া এলাকা হতে আসামীদ্বয়কে গ্রেফতার করা হয়।

থানা সূত্রে জানা যায়, গ্রেফতারের পর তাদেরকে জিজ্ঞাসাবাদে তারা ধর্ষণের কথা স্বীকার করেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button