অর্থ-বাণিজ্য

তৈরি পোশাক শিল্পে টেকসই উন্নয়ন নিয়ে বিডা-বেজা চেয়ারম্যানের সঙ্গে বিজিএমইএ নেতৃবৃন্দের গুরুত্বপূর্ণ বৈঠক

মুক্তমন ডেস্ক : আজ বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর আমন্ত্রণে, বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের টেকসই উন্নয়ন, বিনিয়োগ সম্প্রসারণ ও উদ্ভাবনী কার্যক্রম এগিয়ে নিতে বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ)-এর উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল বিডা ও বেজার নির্বাহী চেয়ারম্যান জনাব চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন মহোদয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

বিডা কার্যালয়ে আয়োজিত এই সাক্ষাতে বিজিএমইএ সভাপতি জনাব মাহমূদ হাসান খান এবং সহ-সভাপতি জনাব মিজানুর রহমানের-এর নেতৃত্বে সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে তৈরি পোশাক শিল্পে গ্যাস সরবরাহ, এলএনজি আমদানির মূল্য, বিদ্যুৎ সুবিধা, অবকাঠামো উন্নয়ন ও স্বল্পমূল্যের ব্যাংক ঋণ সংক্রান্ত নানা গুরুত্বপূর্ণ বিষয়ে খোলামেলা আলোচনা হয়। এসময় সার্কুলারিটি খাতে ভ্যাট-করের কাঠামো সহজীকরণের ওপরও বিশেষ গুরুত্বারোপ করা হয়।

বিজিএমইএ সহ-সভাপতি জনাব মিজানুর রহমান বলেন, “বাংলাদেশ ব্যাংকের ঋণ শ্রেণিকরণ নীতিমালা পুনর্বিবেচনা সময়ের দাবি, যাতে প্রকৃত উদ্যোক্তারা বিনিয়োগে ফিরে আসতে পারেন। আমরা চাই, বিডা চেয়ারম্যান মহোদয় এই বিষয়টি গভর্নরের সঙ্গে তুলে ধরুন।”

এসময়ে তিনি আরও বলেন, “এনবিআরের অডিট কার্যক্রম যেন বাস্তবভিত্তিক ও আলোচনার মাধ্যমে পরিচালিত হয় এমন একটি পরিবেশ চায় উদ্যোক্তারা।”

আলোচনাকালে বিজিএমইএ সভাপতি জনাব মাহমূদ হাসান খান বলেন, “চট্টগ্রামে কমপক্ষে ১০ একর জমিতে একটি সমন্বিত গার্মেন্টস শিল্পাঞ্চল ( বৃহৎ বিল্ডিং আকারে ) গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। সেখানে বহু ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠান এক ছাদের নিচে কার্যক্রম চালাতে পারবে। এর ফলে বিনিয়োগ সহজ হবে, উৎপাদন ব্যয় হ্রাস পাবে এবং শিল্প আরও প্রতিযোগিতামূলক হয়ে উঠবে।”

বিজিএমইএ নেতৃবৃন্দের সঙ্গে আলোচনাকালে বিডা ও বেজা’র নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী গার্মেন্টস খাতকে বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি হিসেবে চিহ্নিত করেন। তিনি এই খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব আরও জোরদার করার প্রতিশ্রুতি প্রদানের পাশাপাশি , শিল্প খাতে নীতিগত সহায়তা ও পরামর্শ প্রদান (industry consultation) সংক্রান্ত কার্যক্রমে বিজিএমইএ-কে বিডা সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে বলেও আশ্বাস দেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button