বৃহত্তর উত্তরা

খিলক্ষেতে ফুটপাত ও ফুটওভার ব্রিজ দখলমুক্ত: স্বস্তিতে পথচারীরা

মুক্তমন ডেস্ক : যানজট এবং জন চলাচলের দুর্ভোগ কমাতে রবিবার (১৭ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) খিলক্ষেত থানার উদ্যোগে খিলক্ষেত বাসস্ট্যান্ড ও ফুটওভার ব্রিজের উভয় পাশ থেকে সকল ভাসমান হকার এবং ভিক্ষুকদের উচ্ছেদ করা হয়েছে। খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
দিনব্যাপী অভিযান পরিচালনার সময় ফুটপাত ও ফুটওভার ব্রিজের ওপর থেকে কয়েকশো ভাসমান দোকান এবং ডজন খানেক ভিক্ষুককে অপসারণ করা হয়। এতে দীর্ঘদিনের যানজট ও জন চলাচলের সমস্যা নিরসন হওয়ায় স্থানীয় পথচারী ও এলাকাবাসী খিলক্ষেত থানা পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

মাসুদ পারভেজ নামে এক পথচারী বলেন, “প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ এই ফুটপাত ও ফুটওভার ব্রিজ ব্যবহার করে। হকার এবং ভিক্ষুকদের কারণে চলাচলে প্রতিনিয়ত আমাদের খুব অসুবিধা হতো। মানুষের দুর্ভোগ লাঘব হওয়ায় ওসিকে ধন্যবাদ। আমরা চাই, হকাররা যেন ভবিষ্যতে আর কখনো ফুটপাত ও ফুটওভার ব্রিজ দখল করতে না পারে।”

অন্যদিকে, রাজউক দোকান মালিক ব্যবসায়ী সমিতির সভাপতি রাজিব আহমেদ জানান, “ফুটওভার ব্রিজে হকার ও ভিক্ষুকদের ঘনত্বের কারণে প্রায়ই চুরি, ছিনতাইয়ের ঘটনা ঘটে থাকে। যেহেতু এখন ফুটপাত দখলমুক্ত হয়েছে সেহেতু পথচারীদের এমন ভোগান্তিতে আর পড়তে হবে না।”

খিলক্ষেত টানপাড়া কল্যাণ সোসাইটির আহ্বায়ক জাহিদ ইকবাল বাসস’কে বলেন, “ফুটপাত ও ফুটওভার ব্রিজ দখলমুক্ত করা আমাদের এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল। আমাদের সেই প্রত্যাশা পূরণ হয়েছে। আমরা আশা করছি, ভবিষ্যতে এই জায়গাগুলো দখলমুক্ত রাখতে পুলিশ এবং আমাদের নিকুঞ্জ টানপাড়া ও খিলক্ষেতের কল্যাণ সোসাইটিগুলো জনগণকে সাথে নিয়ে একসঙ্গে কাজ করবে।”

খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন এ প্রতিবেদককে বলেন, “জনগণের সুবিধার জন্যই আমাদের এই উদ্যোগ। তাদের প্রত্যাশা পূরণ করাই আমাদের মূল লক্ষ্য। ফুটপাত ও ফুটওভার ব্রিজ দখলমুক্ত রাখতে আমরা নিয়মিত নজরদারিসহ সকল কার্যকরী কঠোর আইনগত পদক্ষেপ নিতে প্রস্তুত।”

জনবহুল এই এলাকার ফুটপাত এবং ফুটওভার ব্রিজ দখলমুক্ত রাখা একটি বড় চ্যালেঞ্জ। তাই খিলক্ষেত থানা পুলিশের এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। তবে দেখার বিষয় কতদিন এমনটি চলমান থাকে, সে সাথে কতটা বলবৎ থাকে খিলক্ষেত থানা পুলিশের নিত্য নজরদারি ও কার্যকরী পদক্ষেপ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button