বেনাপোলে বিভিন্ন আনুষ্ঠানিকতায় জন্মাষ্টমী পালন : বর্ণাঢ্য শোভাযাত্রা

মসিয়ার রহমান কাজল,বেনাপোল : সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের আরাধ্য পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি ও শুভ জন্মাষ্টমী উপলক্ষ্যে বেনাপোলে হিন্দু সম্প্রদায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ-উৎসবের মধ্য দিয়ে জন্মাষ্টমী পালন করেছে। বসেছে মেলা। চলছে কীত্তন। শহরে বর্নাঢ্য শোভাযাত্রা বের হয়েছে। বিভিন্ন রকম ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করে বেনাপোল পাঠবাড়ী আশ্রম কমিটি। শুভ জন্মাষ্টমী উপলক্ষ্যে বেনাপোলে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শার্শা উপজেলা নির্বাহী অফিসার ডাঃ কাজী নাজিব হাসান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শার্শা উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা খাইরুজামান মধু, জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মাওলানা আজিজুর রহমান। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলাজ নুরুজ্জামান লিটন, বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দিন, উপজেলা পুজা উদযাপন কমিটির সাধারন সম্পাদক বৈদ্যনাথ দাস ছাড়াও কমিটির অন্যান্য নেতৃবৃন্দ। দেশের বিভিন্ন জেলা থেকে হাজার হাজার ভক্ত ও দর্শনার্থী আসে বেনাপোলের এ জন্মস্টমীর মেলায়।
জন্মষ্টমী উপলক্ষে বেনাপোল পাঠবাড়ী অশ্রমে বসছে মেলা দুইদিন চলবে মেলাটি। হরেক রকম পন্যের পসরা বসেছে মেলায়। রাতদিন চলবে কীত্তন। অনুষ্টানে আসতে পেরে খুশি বলে জানান ভক্ত ও দর্শনার্থীরা
হিন্দু পুরাণমতে, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেন। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস-পাশবিক শক্তি যখন ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে গ্রাস করতে উদ্যত হয়েছিল তখন সেই শক্তিকে দমন করে মানবজাতির কল্যাণ ও ন্যায়নীতি প্রতিষ্ঠার জন্য মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটেছিল। তাদের আরও বিশ্বাস-দুষ্টের দমন করতে এভাবেই যুগে যুগে ভগবান মানুষের কাছে নেমে আসেন এবং সত্য ও সুন্দরের প্রতিষ্ঠা করেন।