বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘আপ বাংলাদেশ’-এর নবযাত্রা

বরিশাল থেকে সংবাদদাতা : নাগরিক রাজনীতির নতুন ধারা ‘ইউনাইটেড পিপলস বাংলাদেশ’— সংক্ষেপে ‘আপ বাংলাদেশ’— এবার বরিশাল বিশ্ববিদ্যালয়ে তাদের সাংগঠনিক পথচলা শুরু করলো। ১৬ আগস্ট এক আনুষ্ঠানিক ঘোষণায় বিশ্ববিদ্যালয় শাখার ছয় মাস মেয়াদি আহ্বায়ক কমিটি প্রকাশ করেছে সংগঠনটি।
কমিটির নেতৃত্বে রয়েছেন মোস্তফা শাহরিয়ার ( আহ্বায়ক) এবং মাইনুল ইসলাম (সদস্য সচিব)।
সর্বমোট ২৬ সদস্যবিশিষ্ট এই আহ্বায়ক কমিটি গঠনের প্রস্তাব দেন সংগঠনের বরিশাল বিভাগের প্রধান সংগঠক নাঈম আহমাদ, এবং তা অনুমোদন করেন কেন্দ্রীয় আহ্বায়ক আলী আহসান জুনায়েদ ও সদস্য সচিব আরেফিন মোহাম্মদ হিযবুল্লাহ।
কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন:
মইন উদ্দিন,ইনামুল হক, হেলাল উদ্দীন, তানজিলা খানম।
যুগ্ম সদস্য সচিব হিসেবে আছেন:
আরকান উল্লাহ সরদার,মোঃ মোতালেব হোসেন সোহান ,মোঃ নোমান, হুমায়রা আক্তার।
‘আপ বাংলাদেশ’-এর কেন্দ্রীয় নেতারা এক যৌথ বিবৃতিতে জানান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মতামত, দাবি ও স্বপ্নকে ভিত্তি করে একটি গণতান্ত্রিক, স্বচ্ছ ও কার্যকর ছাত্ররাজনীতির পথ তৈরিতে কাজ করবে এই কমিটি। দ্রুতই বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রতিটি অনুষদ ও বিভাগে সাংগঠনিক ইউনিট গঠন করা হবে।
সংগঠনটি আশাবাদী, বরিশাল বিশ্ববিদ্যালয়ের তরুণরা গণতন্ত্র, মানবাধিকার এবং ন্যায়বিচারের পক্ষে সক্রিয় ভূমিকা রাখবে।