উত্তরার শীর্ষ সন্ত্রাসী ঠোঁটকাটা আলতাফের সহযোগী আলী গ্রেপ্তার

মুক্তমন ডেস্ক : রাজধানীর উত্তরা থেকে শীর্ষ সন্ত্রাসী আলতাফ হোসেন ওরফে ঠোঁটকাটা আলতাফের অন্যতম সহযোগী মোহাম্মদ আলীকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। উত্তরা ৮ নম্বর সেক্টরের বাইদা বস্তি থেকে আজ বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেলে তাকে গ্রেপ্তার করে উত্তরা আর্মি ক্যাম্পের সেনা কর্মকর্তারা।
পরে উত্তরা আর্মি ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সেনাবাহিনী জানিয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে উত্তরা ৮ নম্বর সেক্টরের বাইদা বস্তিতে অভিযান চালিয়ে কুখ্যাত অপরাধী ও শীর্ষ সন্ত্রাসী আলতাফের ডান হাত মোহাম্মদ আলীকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে। তাঁর কাছ থেকে বিভিন্ন সাইজের চারটি ছুরি ও চাকু এবং তিনটি লোহার পাইপ, দুটি লাঠি জব্দ করা হয়েছে।
সেনাবাহিনী আরো জানায়, গ্রেপ্তার হওয়া আলীর বিরুদ্ধে বিভিন্ন অপরাধে বিভিন্ন থানায় ১২টি মামলা রয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ ব্যবস্থার জন্য উত্তরা পূর্ব থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।