বিমানবন্দর রেলস্টেশন থেকে নারী মাদক ব্যবসায়ী আটক

মুক্তমন রিপোর্ট : ঢাকা বিমানবন্দর রেলস্টেশন এলাকা থেকে দুই জন নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে উত্তরা আর্মি ক্যাম্পের সেনাবাহিনীর সদস্যরা। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন ফাহিমা (১৯) এবং ফাতেমা (২০)।
শুক্রবার দিবাগত রাতে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এয়ারপোর্ট রেলওয়ে স্টেশন এলাকা থেকে বিপুল পরিমাণ গাঁজাসহ হাতেনাতে তাদের আটক করে সেনাবাহিনীর সদস্যরা।
এ সময় মাদক ব্যবসায়ীদের কাছে থেকে ৪৮ টি গাঁজার রোল (২৫০ গ্রাম) এবং ৩৫০ গ্রাম শুকনো গাঁজা জব্দ করা হয়। তাদেরকে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ শেষে এবং পরবর্তী আইনি কার্যক্রম সম্পন্ন করার জন্য বিমানবন্দর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
সেনা সদস্যরা জানায়, আইন-শৃঙ্খলা বহির্ভূত কর্মকান্ড থেকে দেশকে মুক্ত রাখতে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।