জাতীয়
ফেনীতে অনবরত বৃষ্টিতে কৃত্রিম বন্যা, জনদুর্ভোগ চরমে

ফরহাদ আহমেদ, ফেনী থেকে : গত দুই দিনে অনবরত ভারী বৃষ্টির কারণে ফেনী জেলার বিভিন্ন এলাকায় পানি বৃদ্ধি পেয়েছে। টানা বর্ষণে জেলার ৬টি উপজেলার প্রধান সড়ক ও গলিপথ ডুবে গেছে। ড্রেনেজ ব্যবস্থার দুর্বলতার কারণে ড্রেনগুলো ভরাট হয়ে কৃত্রিম বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
নিচু এলাকার ঘরবাড়িতে পানি প্রবেশ করে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। অনেক স্থানে শিক্ষাপ্রতিষ্ঠান ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখতে হয়েছে। বৃষ্টি অব্যাহত থাকায় পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশঙ্কা করছে স্থানীয় প্রশাসন।
জেলার জনসাধারণ দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসকের সর্বাত্মক সহযোগিতা চেয়েছেন। তারা পানি নিষ্কাশনের দ্রুত ব্যবস্থা, ত্রাণ সহায়তা ও জরুরি স্বাস্থ্যসেবার দাবি জানাচ্ছেন।