আইন-অপরাধবৃহত্তর উত্তরা
বিমানবন্দর রেলস্টেশন থেকে চার নারী মাদক কারবারি গ্রেপ্তার

মুক্তমন রিপোর্টঃ
রাজধানীর বিমানবন্দর রেলস্টেশন থেকে চারজন নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। তারা হলেন, লিমা (২২), মাহী (১৯), মনিরা (২২) এবং গোলাপী (২৬)।
শুক্রবার (১১ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে উত্তরা আর্মি ক্যাম্পের সেনা কর্মকর্তারা।
গ্রেপ্তারকালে তাদের কাছ থেকে ৭৯২ গ্রাম ওজনের ১৪৪টি গাঁজার রোল ও মাদক বিক্রির ৪ হাজার ২৩৫ টাকা জব্দ করা হয়েছে।
বিমানবন্দরে হজ্ব ক্যাম্পের উত্তরা আর্মি ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সেনাবাহিনী জানিয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে বিমানবন্দর রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে ১৪৪টি গাঁজার রোল ও মাদক বিক্রির ৪ হাজার ২৩৫ টাকাসহ চারজন নারী মাদক কারবারীকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারের পর আইনানুগ ব্যবস্থার জন্য তাদেরকে বিমানবন্দর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।