আইন-অপরাধ
আশুলিয়ায় প্রতারণা ও জালিয়াতির মামলায় ভারতীয় নাগরিক উত্তরা থেকে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদকঃ আশুলিয়ায় প্রতারণা ও জালিয়াতির মামলায় জগদীশ সিং (৫০) নামে এক ভারতীয় নাগরিককে রাজধানীর উত্তরা এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (১২ অক্টোবর) রাত ১১টার দিকে উত্তরা পশ্চিম থানাধীন জমজম টাওয়ার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সোমবার (১৩ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল হান্নান।
মামলার এজাহার সূত্রে জানা যায়, আসামি জগদীশ সিংসহ আরও কয়েকজন পরিকল্পিতভাবে বিশ্বাসভঙ্গ ও প্রতারণার উদ্দেশ্যে জাল-জালিয়াতির মাধ্যমে ভুয়া নথি তৈরি করে স্বাক্ষর জাল করেন এবং অর্থ আত্মসাতের চেষ্টা চালান।
এ ঘটনায় ভুক্তভোগী আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ বিষয়টি তদন্ত করছে এবং অন্যান্য সহযোগীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।