নতুন বাংলাদেশ বিনির্মাণে স্বপ্নের সারথি হবে ঢাকা স্পেশালাইজড হাসপাতাল

স্টাফ রিপোর্টার : নতুন বাংলাদেশ বিনির্মানের মাধ্যমেই দেশের স্বাস্থ্যসেবা তথা জাতির স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতের মাধ্যমে উন্নতির দিকে এগিয়ে যেতে হবে। এই যাত্রায় ঢাকা স্পেশালাইজড হাসপাতাল আমাদের স্বপ্নের যে যাত্রায় কর্মঠ সারথি হিসেবে থাকবে বলে আশা করছি। আজ সোমবার উত্তরার প্রতিষ্ঠান ঢাকা স্পেশালাইজড হসপিটাল লিমিটেড এর তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও ইউনিট-২ ভবনের উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা এমন আশাবাদ ব্যক্ত করেন।
দুপুরে আয়োজিত ওই অনুষ্ঠানে দোয়া মাহফিলের মাধ্যেমে হাসপাতালের দ্বিতীয় ইউনিটের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা স্পেশালাইজত হসপিটাল লিঃ এর চেয়ারম্যান অধ্যাপক ড. সাব্বির আহমেদ খান। বিশেষ অতিথি ছিলেন অভিনেত্রী দিলারা জামান, প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক এস. এম. জাহাঙ্গীর হোসেন। এসময় আরও উপস্থিত ছিলেন হসপিটালের পরিচালক, কনসালটেন্ট চিকিৎসক, সার্জন, কর্মকর্তা, নার্স ও স্টাফবৃন্দসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা।
প্রধান অতিথি বক্তব্যে অধ্যাপক ড. সাব্বির আহমেদ খান বলেন, মানোন্নয়নে অঙ্গীকারাবদ্ধ রাজধানীর এই স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের লক্ষ্য লক্ষ্য শুধু চিকিৎসা নয়, মানবিক দায়িত্বও পালন করা। আধুনিক যন্ত্রপাতি ও দক্ষ চিকিৎসক টিম নিয়ে আমরা সাশ্রয়ী মূল্যে আন্তর্জাতিকমানের সেবা দিতে চাই।
তিনি আরো বলেন, আমাদের মধ্যে যে জীবন আছে, সেই জীবনই আমাদের নতুন কিছু করার অনুপ্রেরণা দিচ্ছে। আমাদের যতটুকু অভিজ্ঞতা রয়েছে, সেটুকু আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য রেখে যেতে চাই। সকলের দোয়া কামনা করছি।
বিশেষ অতিথির বক্তব্যে অভিনেত্রী দিলারা জামান বলেন, একটি হাসপাতালের প্রাণ হচ্ছে সেবা। আমরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি, তা হাসপাতালের সেবার মান উন্নয়নের মাধ্যমেই বাস্তবায়িত হবে এমনটাই আমরা কামনা করি। এই হাসপাতালের মাধ্যমে আমরা পরিপূর্ণ সেবা পাব বলে বিশ্বাস করি। হাসপাতাল কর্তৃপক্ষের পরিকল্পনা বাস্তবায়নে সার্বিক সফলতা কামনা করছি।
স্বাগত বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক এস. এম. জাহাঙ্গীর হোসেন বলেন, “ঢাকা স্পেশালাইজড হসপিটাল শুরু থেকেই রোগীর সন্তুষ্টিকে সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করছে। নতুন ইউনিট উদ্বোধনের মাধ্যমে সেবার পরিধি আরও বৃদ্ধি পাবে।”
আয়োজনে বক্তারা বলেন, গত তিন বছরে ঢাকা স্পেশালাইজড হসপিটাল রাজধানীসহ আশেপাশের এলাকার মানুষের আস্থার প্রতীক হিসেবে গড়ে উঠেছে। উন্নত চিকিৎসা সুবিধা, আধুনিক ল্যাবরেটরি, দক্ষ ডাক্তার টিম এবং মানবিক সেবার মাধ্যমে প্রতিষ্ঠানটি ইতোমধ্যে সুনাম অর্জন করেছে। নতুন ইউনিট-২ উদ্বোধনের মাধ্যমে এ হাসপাতাল এখন আরও বড় পরিসরে চিকিৎসাসেবা প্রদান করতে পারবে। উত্তর রাজধানীর অন্যতম আধুনিক বেসরকারি হসপিটাল হিসেবে প্রতিষ্ঠার পর থেকেই সেবার মান, দক্ষতা ও চিকিৎসা প্রযুক্তিতে নতুন মানদণ্ড তৈরি করেছে।
হাসপাতালের ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসপাতালের পরিচালক ও সিইও অধ্যাপক ডা. এস এম রোকনুজ্জামান, পরিচালক অধ্যাপক ডা. দেবাশীষ বিশ্বাস, অধ্যাপক ডা. রাশিমুল হক রিমন, অধ্যাপক ডা. এ এফ খবির উদ্দিন আহমদ, অধ্যাপক ডা. মো. মবিনুর রহমান, ডা. মো. আবুল হোসেন, ডা. আহসান মোহাম্মদ হাফিজ, ও ডা. এম. আহমেদ এইচ (রবিন)। উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. সুরাইয়া সুলতানা, অধ্যাপক ডা. জেসমিন আক্তার, ডা. শিল্পী সাহা, ডা. অনিমা সরকার, ডা. মিনারা পারভীন, ডা. ফেরদৌস আরা জেনি, ডা. মো. তাকবিরুল ইসলাম, ডা. রুবিনা সুলতানা, ডা. ইফতেখার আহমেদ (স্বপন) এবং জেনারেল ম্যানেজার আহাদ আলীসহ হাসপাতালের বিভিন্ন বিভাগের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
অনুষ্ঠানের শেষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। পরে দোয়া মাহফিল ও ভোজের আয়োজনের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে।